Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

এই পাঁচটি গাছ বাড়িতে লাগালেই কামাল

 ‌

5-Trees

সমকালীন প্রতিবেদন : বাড়িতে এই ৫ টা গাছ লাগালেই কোটিপতি। খুলবে ভাগ্য। সুখে ভরবে ঘর। হাতে আসবে প্রচুর টাকা। কিন্তু প্রশ্ন হল, এমন কি গাছ আছে যা রোপণ করলেই ঘরে উপচে পড়ে ধন ও সমৃদ্ধি? কি বলছে জ্যোতিষশাস্ত্র?

গাছপালা মানব জীবনে বড় প্রভাব ফেলে। এটা শুধু পরিবেশ শুদ্ধ রাখে তাই নয়, ইতিবাচক প্রভাবও রাখে। বিশেষ করে সেই গাছ যদি বাড়িতে সঠিক জায়গায় বা সঠিক দিক মেনে লাগানো হয়, তাহলে নেগেটিভ এনার্জি বাড়ির ধারেকাছেও ঘেঁষতে পারে না। বরং ঘরের শোক সন্তাপ দূর করতে সাহায্য করে, ধন সমৃদ্ধি বাড়ায়। জ্যোতিষশাস্ত্র মতে যে পাঁচটা গাছ বাড়িতে লাগালে কপাল খুলে যেতে পারে, তার মধ্যে ‌রয়েছে আমলকি, লাকি বাম্বু, অর্কিড, মানিপ্ল্যান্ট এবং স্নেক প্ল্যান্ট। 

আমলকি : হিন্দু ধর্মগ্রন্থে আমলকির পুজো করা হয়। মনে করা হয় যে, আমলকি গাছের শিকড়ে ভগবান বিষ্ণুর বাস। যা বাড়িতে লাগানো অত্যন্ত শুভ। এই আমলকি গাছ লাগানো হলে ঘরে ধন-সম্পদ বৃদ্ধি পায়। আর গাছ যত বড় হতে থাকে, আপনার সমৃদ্ধি ধীরে ধীরে তত বাড়তে থাকে। কারণ, আপনার ওপর থাকে বিষ্ণুর কৃপা। 

লাকি বাম্বু : আপনি যদি বাড়িতে একটি লাকি বাম্বুর চারা রোপণ করে অবশ্যই তার চারিপাশ লাল রঙের ফিতা দিয়ে বেঁধে দেন, তাহলে সেটা আপনার জন্য অত্যন্ত শুভ হবে বলে মনে করা হয়। কারণ এটি আগুন, পৃথিবী, জল, কাঠ এবং ধাতুর মধ্যে ভারসাম্য বজায় রাখে। তবে এখানে কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ বিশেষত্ব রয়েছে। ‌যেমন, ৮টি ডাল যদি এই গাছে রাখা হয়, তাহলে বিশ্বাস করা হয় অর্থ আকর্ষণ করে। ৫টি ডাল যদি এই গাছে রাখা হয়, তাহলে বিশ্বাস করা হয় যে তা সৃজনশীলতার প্রচার করে। 

অর্কিড : বাড়িতে অর্কিড গাছ লাগালে পজিটিভ এনার্জি আসে। তবে এখানে একটা বিষয় মাথায় রাখবেন, ঘরে শুধু দুটো ডাঁটাযুক্ত অর্কিড লাগাতে হবে। এতে ঘরে ভালোবাসার অনুভূতি তৈরি হবে। ফলে ভালো বন্ডিং তৈরি হয়। তাই সম্পর্ক ভালো করার জন্য অর্কিড গাছ ব্যবহার করা হয়। যা সৌভাগ্যকে আকর্ষণ করতেও সাহায্য করে। তাই এই গাছটিকে সেখানেই রাখা উচিত, যেখানে টাকা রাখা হয়। আরেকটা বিষয়, বেগুনি রঙের অর্কিড আর্থিক সমৃদ্ধির জন্য ভালো এবং হলুদ অর্কিড স্বাস্থ্যের জন্য ভাল বলে বিবেচিত হয়। তাই সেই বুঝেই কিনবেন অর্কিড। 

মানিপ্ল্যান্ট : কথিত আছে মানিপ্ল্যান্ট বাড়িতে রাখলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন। শুধু তাই নয়, আর্থিক সমস্যাও দূর হয়। তবে এই গাছকে রাখতে হবে বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে, তাতেই মিলবে উপকার। বাড়ির উঠোন বা বারান্দায় এই গাছ স্থাপন করা শুভ। 

স্নেক প্ল্যান্ট : স্নেক প্ল্যান্টেরও বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে যে, বাড়িতে এই গাছ লাগালে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। শুধু তাই নয়, বাড়ির স্টাডি রুমে এটা স্থাপন করলে অনেক উপকার পাওয়া যায়। বিশ্বাস করা হয় যে, এই গাছ উন্নতির দরজা খুলে দেয় এবং ঘর থেকে নেতিবাচক শক্তিকে দূর করে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন