সমকালীন প্রতিবেদন : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ফিরল। যদিও প্রত্যাবর্তন স্বস্তির হল না। বেঙ্গালুরুতে বিরাট আয়োজনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। ফলে শুধু অপেক্ষাই সার। সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিংবদন্তি বিরাট কোহলি। তাঁর জন্য আয়োজনে কোনও খামতি ছিল না।
কিন্তু ম্যাচই হল না। এতে যেমন আরসিবির প্লে-অফ নিশ্চিতের অপেক্ষা বাড়ল, তেমনই সরকারি ভাবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। বৃষ্টির কারণে পুরোপুরি ভেস্তে গেল ম্যাচ। সঙ্গে কেকেআরের যাবতীয় স্বপ্নও জলে। সেটার নেপথ্যে একাধিক কারণ রয়েছে।
প্রথমত, নিলামে ব্যর্থতা। কেকেআরের গোলমালটা শুরু হয় নিলাম টেবিল থেকে। মিচেল স্টার্ক, নীতীশ রানা, ফিল সল্টকে রাখাই হয়নি। ধরে রাখা যায়নি গতবারের আইপিএলজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকে। শোনা যায়, শ্রেয়স ২৬ কোটি টাকা চেয়েছিলেন।
কিন্তু নাইট কর্তাদের নাকি শ্রেয়সকে ২৬ কোটির 'যোগ্য' প্লেয়ার মনে হয়নি। উল্টে নিলাম থেকে ভেঙ্কটেশ আইয়ারকে কেকেআর কেনে ২৩.৭৫ কোটির বিশাল অঙ্কের টাকা দিয়ে। পরিণাম? পরিণাম- গোটা মরশুম জুড়ে ভেঙ্কটেশের চূড়ান্ত ব্যর্থতা।
পরিসংখ্যান বলছে, এবার ১১ ম্যাচের ৭ ইনিংসে ভেঙ্কটেশ রান করেছেন মাত্র ১৪২! ব্যাটিং গড় ২০.২৯! উল্টো দিকে শ্রেয়স বর্তমানে পঞ্জাব কিংসের নেতৃত্বের ব্যাটন হাতে নিয়ে প্লে অফে ঢোকার দোরগোড়ায়!
এছাড়াও, ভুল দল নির্বাচন এই ভরাডুবির অন্যতম কারণ। গোটা মরশুমে আন্দ্রে রাসেলের একটা সেট ব্যাটিং অর্ডার তৈরি করতে পারেনি নাইট ম্যানেজমেন্ট! ১৩-টা ম্যাচ খেলে ফেলেও ওপেনিং জুটির দুর্দশা কাটাতে পারেনি টিম।
আনরিখ নরকিয়ার মতো আগুনে গতির পেসারকে সাড়ে ছ'কোটি টাকা দিয়ে কিনে খেলানো হয়েছে সাকুল্যে একটা ম্যাচ। বরং 'নখদন্তহীন' স্পেনসর জনসনকে খেলিয়ে যাওয়া হয়েছে ম্যাচের পর ম্যাচ! বৈভব অরোরার মতো অতি সাধারণ পেসারের হাতে পাওয়ার প্লে-ডেথ বোলিংয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
তবে রাহানের অধিনায়কত্ব নিয়েও রয়েছে বেশ কিছু প্রশ্ন। প্রায় গোটা মরশুম সিদ্ধান্তহীনতায় ভুগেছেন রাহানে। আসলে নাইটদের ডিএনএ বুঝে উঠতে সময় লেগেছে তাঁর। নিজের দলের শক্তি-দুর্বলতা বুঝে উঠতে পারেননি।
তাই কোন মাঠে কাকে খেলাতে হবে, কখন কাকে বল করাতে হবে বুঝে উঠতে পারেননি। পাশাপাশি, খারাপ ফর্ম ভুগিয়েছে নাইটদের। রিঙ্কু সিংকেও এবার পরিচিত রিঙ্কু সিং মনে হয়নি। গোটা মরশুমে কিছুই করেননি রমণদীপ সিং। হর্ষিত রানা গত মরশুমের ছায়ামাত্র। আর ভেঙ্কটেশের কথা আগেই বলা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন