Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

নাইট তারকা সুনীল নারিনের মতো এমন কৃতিত্ব আর কারও নেই

 

Record-of-Sunil-Narine

সমকালীন প্রতিবেদন : দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ রানে ম্যাচ জিতে জয়ে ফিরছে কলকাতা নাইট রাইডার্স। একইসঙ্গে প্লে অফে ওঠার আশাও রয়েছে নাইটদের। ম্যাচে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে সেরা নির্বাচিত হন সুনীল নারিন। দিল্লির বিরুদ্ধে কেকেআরের হয়ে অলরাউন্ড পারফরম্যান্স করেন সুনীল নারিন। 

প্রথমে ব্যাটিংয়ে ১৬ বলে ২৭ রানের ইনিংস খেলেন তিনি। পরে বোলিংয়ে ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার। ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনি। শুধু দলের হয়ে ম্যাচ উইনিং পারফরম্যান্সই নয়, এমন একটি রেকর্ডও গড়লেন ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার যা বিশ্বে কারও নেই। 

কেকেআর জার্সিতে অনন্য বিশ্বরেকর্ড নারিনের ঝুলিতে। কেকেআরের হয়ে ১৯৫ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ২০৮। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একটি দলের হয়ে সবচেয়ে বেশি উইকেটের কৃতিত্ব এখন তাঁর নামে। সেটা কিন্তু শুধু আইপিএল নয়, গোটা বিশ্বের সব টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে। 

যদিও নিজের রেকর্ড নিয়ে খুব একটা মাথা ঘামাতে নারাজ সুনীল নারিন। দলকেই বেশি কৃতিত্ব দিয়েছেন তিনি। নারিন বলেছেন, 'এটা দলগত সাফল্য। আমি শুধু দলের প্রয়োজনে পারফর্ম করেছি। সবকটা উইকেটই গুরুত্বপূর্ণ ছিল। সব সময় চাই দলের অধিনায়ককে এভাবে সাহায্য করতে।' 

দিল্লির বিরুদ্ধে ম্যাচ জয়ের পর নারিন আরও বলেন, 'গোটা দলের প্রচেষ্টাতেই আমরা জিতেছি। মাঝের দিকের ওভারে অঙ্গকৃশ এবং রিঙ্কু ভাল খেলেছে। আমি নিজে যতবারই ব্যর্থ হই না কেন, ফিরে আসার চেষ্টা করি এবং দলকে সাহায্য করার চেষ্টা করি। আজও সেটাই করেছি। কিছু কিছু ম্যাচে শুরুটা ভাল হলেও পরের দিকে সমস্যায় পড়তে হয়। আবার কিছু ম্যাচে শুরুটা খারাপ হলেও শেষটা ভাল হয়। আজ দ্বিতীয়টাই হয়েছে।'‌ 

এদিন ফাফ ডুপ্লেসি, অক্ষর পটেল এবং ট্রিস্টান স্টাবসকে ফিরিয়েছেন নারিন। পরিস্থিতির বিচারে সব ক’টিই গুরুত্বপূর্ণ উইকেট। কোনটি সেরা ছিল? নারিনের উত্তর, 'সব ক’টি উইকেট পেয়েই ভাল লেগেছে। কারণ, সব উইকেটই গুরুত্বপূর্ণ ছিল। আসলে যত বেশি উইকেট পাব, তত দলের ভাল। তাই সেরা উইকেট নিয়ে মাথা ঘামাই না।'‌

ব্যাটিং, বোলিং তবু ঠিক আছে। কিন্তু সরাসরি থ্রোয়ে নারিন কাউকে রান আউট করছেন, এমনটা সচরাচর দেখা যায় না। সেটাই দেখা গিয়েছে দিল্লি ম্যাচে। শর্ট ফাইন লেগ থেকে সরাসরি থ্রোয়ে কেএল রাহুলকে ফিরিয়ে দেন। ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ওই আউট। রিভিউয়ে তৃতীয় আম্পায়ার আউট ঘোষণার পর বাকিরা যখন উৎসব করছেন, তখনও ভাবলেশহীন ছিলেন নারিন। 

ম্যাচের পর সেই রান আউটের প্রসঙ্গে বললেন, 'আমি জানি যে খুব ভাল ফিল্ডার নই। কিন্তু রান আউট যেকোনও সময়ে করতে পারলেই খুব ভাল লাগে। আজকের রান আউটের পিছনে আলাদা কোনও রহস্য নেই। সব সময়ে চেষ্টা করি বলটা যত জোরে সম্ভব উইকেট লক্ষ্য করে ছুড়ে দিতে।' 

কোনও ম্যাচে সব বিভাগেই ব্যর্থ হয়েছেন, এমনটা খুব কমই ঘটেছে নারিনের জীবনে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার এভাবেই খেলতে চান। বলেছেন, 'দল চাপে থাকলে নিজের পারফরম্যান্সের সাহায্যে সব সময় অধিনায়ককে একটা বিকল্প দেওয়ার চেষ্টা করি।'‌ এজন্যই নারিন আজ নাইট শিবিরের এক অন্যতম স্তম্ভ হয়ে উঠেছেন।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন