সমকালীন প্রতিবেদন : দিনমজুরির কাজ করতে এসে শারীরিকভাবে প্রতিবন্ধী এক মহিলাকে ঘরের ভেতরে ঢুকে ধর্ষণ করলো এক যুবক। মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বনগাঁ থানার বসাকপাড়া এলাকায়। পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল থেকে বসাকপাড়ার বাসিন্দা এক ব্যক্তির বাড়িতে বাগান পরিষ্কার করার কাজ করছিন এক দিনমজুর। পাশের একটি বাড়িতে ৬০ বছরের এক বৃদ্ধ, তাঁর এক অসুস্থ স্ত্রী এবং মুক ও বধির এক মেয়ে বসবাস করেন। অসুস্থ বৃদ্ধা সেলাইয়ের কাজ করে কোনওরকমে সংসার চালান।
এদিকে, বাড়ির পাশে বাগান পরিষ্কার করতে আসা ওই যুবক কাজের ফাঁকে এই বাড়ির দিকে নজর দেয়। সেখানে প্রতিবন্ধী মহিলাকে দেখে দুপুরে নিরিবিলি অবস্থায় ওই বাড়ির ভেতরে ঢুকে প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ।
এদিকে দুপুরের খাওয়া দাওয়া সেরে বাগানের কাজ কতটা এগিয়েছে, তা দেখার জন্য বাগানের দিকে এলেও বাড়ির মালিক দিনমজুর যুবককে দেখতে পান নি। এরপর পাশের বাড়িতে গিয়ে ঘরের ভেতরে ঢুঁ মারতেই দেখেন, দিনমজুর যুবক ওই বাড়ির প্রতিবন্ধী মহিলার উপর শারীরিক নির্যাতন চালাচ্ছে।
এই অবস্থায় তিনি বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে স্থানীয় কাউন্সিলরকে খবর দেন। খবর দেওয়া হয় ওই বাড়ির আত্মীয়দেরও। পরে তারা এসে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন। পাশাপাশি, বনগাঁ থানায় দিনমজুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তর কঠোর শাস্তির দাবি করেছেন পরিবারের লোকেরা। ঘটনাস্থল থেকে পুলিশ দিনমজুরের একটি সাইকেল উদ্ধার করেছে।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন