Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

দুবাইয়ে বিশ্বরেকর্ড করলেন রোহিত শর্মা

 

Record-of-Rohit-Sharma

সমকালীন প্রতিবেদন : ‌ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। তিনি যেকোনও সময় ম্যাচের হাওয়ার বদল ঘটাতে পারেন। ইদানিং তাঁর ব্যাট কিছুটা শান্ত রয়েছে। তবে এমনটা নয় যে, তিনি রান পাচ্ছেন না। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯ বলে ২৮ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা। 

ভারতীয় দলের অধিনায়কের ব্যাট থেকে মঙ্গলবার এসেছে একটি ছক্কা। তাতেই একটি বিশ্বরেকর্ড গড়েছেন রোহিত। জানেন, সেই রেকর্ড আদতে কী? চলুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়লেন রোহিত। মঙ্গলবার রোহিত আইসিসির প্রতিযোগিতায় নিজের ৬৫তম ছক্কা মারলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভেঙে দিলেন ক্রিস গেইলের বিশ্বরেকর্ড। 

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটার আইসিসির প্রতিযোগিতায় ৬৪টি ছক্কা মেরেছিলেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর ছয়ের সংখ্যা ৪৯টি। চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। আইসিসির প্রতিযোগিতায় তাঁর ছক্কার সংখ্যা ৪৫টি। যুগ্মভাবে পঞ্চম স্থানে অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। 

ডেভিড ওয়ার্নার এবং সৌরভ গঙ্গোপাধ্যায়– এই দু’জনেরই আইসিসি প্রতিযোগিতায় ছয়ের সংখ্যা ৪২টি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের ছক্কার সংখ্যা হল ৩৩৮। এক্ষেত্রে বিশ্বরেকর্ড রয়েছে পাকিস্তানের শাহিদ আফ্রিদির দখলে। ৫০ ওভারের ক্রিকেটে তাঁর ৩৫১টি ছয় রয়েছে। একদিনের আন্তর্জাতিকে আর ১৪টি ছক্কা মারলে আফ্রিদির বিশ্বরেকর্ড ভেঙে দেবেন রোহিত। 

উল্লেখ্য, রোহিতই বিশ্বের একমাত্র ক্রিকেটার, যিনি অধিনায়ক হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০টি ছক্কা মারার নজির গড়েছেন। এছাড়াও টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ছক্কা মারার বিশ্বরেকর্ড রয়েছে তাঁর দখলে। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ছয়ের সংখ্যা ২০৫। তিনিই বিশ্বের একমাত্র ক্রিকেটার, টি-টোয়েন্টি আন্তর্জাতিকে যাঁর ২০০টি ছক্কা রয়েছে। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন