Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১ মার্চ, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ছেন রোহিত শর্মা!

 

Indian-captain

সমকালীন প্রতিবেদন : চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর উত্তেজনা যখন চরমে, তখন ভারতীয় ক্রিকেটে এক বড় ধাক্কা! ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা দায়িত্ব ছাড়তে চলেছেন। বিসিসিআই ইতিমধ্যেই নতুন অধিনায়ক বেছে নিয়েছে বলে সূত্রের খবর। তবে টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হবে না। ভারতের পরবর্তী ওয়ানডে অধিনায়ক কে হবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। 

এবার সেই ধোঁয়াশার অবসান হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যেই, চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ 'এ' থেকে ভারত ও নিউজিল্যান্ড ইতিমধ্যেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। কিন্তু দলের সেরা তারকা রোহিত শর্মার চোট নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। এরপর থেকে তাঁকে মাঠের বাইরে থাকতে দেখা যাচ্ছে।

গত বৃহস্পতিবার দুবাইতে দলের অনুশীলনে নামেননি রোহিত। ভারতীয় দল এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি। তবে টিম সূত্রে খবর, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেমিফাইনালের আগেই তিনি পুরোপুরি ফিট না হলে, তাঁকে না খেলানোর সম্ভাবনাই বেশি। এর ফলে ভারতের ওপেনিং কম্বিনেশনেও আসতে পারে বড় পরিবর্তন।

রোহিত যদি পুরোপুরি সুস্থ না হন, তাহলে তাঁর পরিবর্তে কে নেতৃত্ব দেবেন? বিসিসিআইয়ের সিদ্ধান্ত অনুযায়ী, দলের সহ-অধিনায়ক শুভমন গিলকেই সাময়িকভাবে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন শুভমন। বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১০১ রানের ইনিংসের পর পাকিস্তানের বিরুদ্ধেও গুরুত্বপূর্ণ ৪৬ রান করেন তিনি।

বিসিসিআইয়ের ভবিষ্যৎ পরিকল্পনায় শুভমন গিলের নাম বেশ ভালোভাবেই উঠে আসছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে দলের অধিনায়কত্বের দায়িত্ব তাঁর হাতেই যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে বোর্ড এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

রোহিতের অনুপস্থিতিতে ভারতের ব্যাটিং লাইনআপে বড় পরিবর্তন আসতে পারে। আপাতত দুটি বিকল্প রয়েছে—

১) কেএল রাহুল ওপেন করতে পারেন। কারণ ওয়ানডে ফরম্যাটে ওপেনার হিসেবে তাঁর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।

২) বিরাট কোহলিকে ওপেনিংয়ে পাঠানো হতে পারে। টি-টোয়েন্টিতে তিনি মাঝেমধ্যেই এই ভূমিকায় খেলেছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই রোহিত শর্মার চোট এবং তাঁর ভবিষ্যৎ অধিনায়কত্ব নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিসিসিআইয়ের পরিকল্পনায় শুভমন গিল এগিয়ে থাকলেও, চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। তবে একটা বিষয় স্পষ্ট— ভারতীয় ক্রিকেটে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে!




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন