Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

হার্দিক, শামির পর এবার ঘর ভাঙছে সেহওয়াগের!

Sehwag-is-breaking-up-relation

সমকালীন প্রতিবেদন : ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অনেকেরই দাম্পত্য জীবন সুখের হয়নি। সেই তালিকায় যেমন রয়েছেন মোহাম্মদ শামি, তেমনই আবার আছেন হার্দিক পান্ডিয়া। এবার সেই তালিকায় নাকি জুড়তে চলেছে আরেক কিংবদন্তির নাম। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ এবং তাঁর স্ত্রী আরতি অহলাওয়াতের মধ্যে নাকি সম্পর্কের চিড় ধরতে শুরু করেছে। 

বৃহস্পতিবার রাত থেকেই খবরটা সোশ্যাল মিডিয়ায় কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এই খবর দেখামাত্রই চিন্তায় পড়ে যান ভারতীয় ক্রিকেট সমর্থকরাও। কিন্তু কেন আচমকা ছড়িয়ে পড়ল এই খবরটা? এই খবরের সত্যতাই বা কতখানি? আসুন, যাবতীয় ব্যাপারে আলোচনা করা যাক।

গোটা সোশ্যাল মিডিয়া আপাতত বীরেন্দ্র সেহওয়াগ এবং আরতির ডিভোর্স গুঞ্জন নিয়েই সরগরম রয়েছে। এই গুঞ্জনের পিছনে একটি কারণও অবশ্য রয়েছে। সম্প্রতি সেহওয়াগ ইনস্টাগ্রামে তাঁর স্ত্রী আরতিকে আনফলো করে দেন। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় এই ডিভোর্সের গুঞ্জন কার্যত ঝড়ের গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে। 

এদিকে বীরেন্দ্রর ফ্যামিলি ফটোতেও অনুপস্থিত আরতি। ছেলের জন্মদিন উপলক্ষ্যে বীরেন্দ্র সেহওয়াগ ইনস্টাগ্রামে পরিবারের একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে দুই ছেলের সঙ্গে এই ভারতীয় ক্রিকেটারকে দেখতে পাওয়া যায়। স্ত্রী আরতি এই ছবিতে ছিলেন না। এই ছবি দেখার পর থেকেই অনুমান শুরু হয়ে গিয়েছে, আরতি বোধহয় আর 'নজফগড়ের নবাব'-এর সঙ্গে থাকেন না। 

বীরেন্দ্র সেহওয়াগ এবং আরতির ডিভোর্সের গুঞ্জন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত এই দম্পতির তরফ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। দুজনের লাভ স্টোরি অবশ্য কোনও ফিল্মি গল্পের থেকে কম নয়। ছোটবেলা থেকেই তাঁরা একে অপরকে চিনতেন। দুজনেই একে অপরের ভাল বন্ধু ছিলেন। 

জানা গিয়েছে, সেহওয়াগ নাকি মজার ছলে আরতিকে প্রোপোজ করেছিলেন। ধীরে ধীরে এই বন্ধুত্বের সম্পর্কে প্রেমের রং লাগে। অবশেষে ২০০৪ সালে তাঁরা বিয়ে করেন। বিয়ের ৩ বছর পর অর্থাৎ ২০০৭ সালে প্রথম সন্তানের জন্ম হয়। ২০১০ সালে পরিবারে আসে দ্বিতীয় সন্তান। আরতি এবং বীরেন্দ্র দুই সন্তানের পিতা-মাতা। এবার কি তাঁরা আলাদা হচ্ছেন? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন