Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

আইসিসির লিস্টে শ্রীলঙ্কানদের রমরমা, আগুন বোলিং করেও তালিকায় নেই বুমরাহ

 

ICC-list

সমকালীন প্রতিবেদন : ২০২৪-র ওয়ানডে ক্রিকেটের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি। সেখানে সুযোগ পাননি ভারতের কোনও তারকাই। বরং বর্ষসেরা একাদশে দাপট রয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের। অধিনায়ক বাছা হয়েছে শ্রীলঙ্কার চরিথ আসালঙ্কাকে। তবে পুরুষদের দলে কোনও ভারতীয় ক্রিকেটার না থাকলেও মহিলাদের বর্ষসেরা একাদশে রয়েছেন দুজন। 

চলতি বছরে সেভাবে ওয়ানডে ক্রিকেট খেলেনি টিম ইন্ডিয়া। গোটা বছরে মাত্র ৩টি ওয়ানডে খেলেছেন রোহিতরা। আর সেখানেও বিপর্যয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে লজ্জার চুনকাম নিয়ে ফিরে আসতে হয়েছিল গম্ভীর ব্রিগেডকে। সেখানে আবার খেলেননি জশপ্রীত বুমরাহ। অধিনায়ক রোহিত শর্মা রান পেলেও বিরাট কোহলির ব্যাট সেভাবে চলেনি। ফলে আইসিসির বর্ষসেরা একাদশে যে কোনও ভারতীয় জায়গা পাবেন না, তা একপ্রকার নিশ্চিত ছিল।

তবে বর্ষসেরা একাদশে দাপট রয়েছে এশিয়ার দলের। ১০জন ক্রিকেটার বেছে নেওয়া হয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা থেকে। এদের মধ্যে পাকিস্তান থেকে আছেন সাইম আয়ুব, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফ। শ্রীলঙ্কা থেকে এই দলে আছেন পাথুম নিসঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আসালঙ্কা ও ওয়ানিন্দু হাসরাঙ্গা। 

আফগানিস্তান থেকেও আছেন তিনজন- রহমানুল্লা গুরবাজ, আজমাতুল্লা ওমরজাই ও আম গজনফার। এশিয়ার বাইরে থেকে একমাত্র ওয়েস্ট ইন্ডিজের শেরাফেন রাদারফোর্ড এই দলে আছেন। তবে ‘মুখরক্ষা’ করেছেন মহিলারা। আইসিসি মহিলাদের বর্ষসেরা ওয়ানডে একাদশে রয়েছেন স্মৃতি মন্ধানা ও দীপ্তি শর্মা। 

উল্লেখ্য, এবছর পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। সেখানে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন বুমরাহরা। তবে বছরের শেষ দিকে টেস্টে সেভাবে জ্বলে উঠতে পারেননি ভারত। গত বছর ওয়ানডে বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের সূত্রে ৬জন ভারতীয় ক্রিকেটার ছিলেন আইসিসি বর্ষসেরা একাদশে। এবার সেই জায়গাটা শূন্য। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন