Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

বুধবার থেকে তাপমাত্রার পারদ আরো নামবে

 

Temperature-gauge

সমকালীন প্রতিবেদন : বুধবার থেকে জাঁকিয়ে শীত পড়তে চলেছে এই বঙ্গে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে শীতের আমেজ শুরু হয়েছে। এবছর একটু আগেভাগেই শীতের পরশ পাচ্ছেন বাংলার মানুষ। রবিবারই ছিল এই মরসুমের শীতলতম দিন।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, সাধারণভাবে ১৫ ডিসেম্বরের পরেই রাজধানী কলকাতায় শীতের আমেজ পাওয়া যায়। আবহাওয়া দপ্তরের হিসেব অনুযায়ী, তাপমাত্রার পারদ সর্বনিম্ন ১৫.৫ ডিগ্রির নিচে নামলে শীত এসেছে বলে ধরে নেওয়া হয়।

আর রবিবারে সেই পারদ নেমেছে ১৫.৫ ডিগ্রিতে। যদিও এরই মধ্যে পূবালী ঝঞ্ঝার কারণে সোমবার রাজ্যের পশ্চিমের কয়েকটি জেলা সহ উত্তরবঙ্গেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। একইসঙ্গে সোমবার এবং মঙ্গলবার দার্জিলিঙে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

দক্ষিণবঙ্গের বহু জেলাতেই ইতিমধ্যে ঠান্ডার আমেজ ভালোভাবেই অনুভব করা যাচ্ছে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি কিংবা তার নিচেও নেমেছে। পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। তবে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা একটু বেড়ে রবিবার ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে বুধবার থেকে আরও একবার তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। শুক্রবার পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী থাকবে। আর সেক্ষেত্রে কলকাতায় ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। জেলাগুলিতে এই তাপমাত্রা আরো কিছুটা নামবে। 

মধ্য ও উত্তর ভারতের কুয়াশার কারণে অন্যান্যবার এই রাজ্যে শীত প্রবেশ করতে বাধা সৃষ্টি হয়। উত্তরে হওয়া বাংলায় এসে ঠিকভাবে পৌঁছাতে পারে না। যার কারণে আকাশ থাকে কুয়াশাচ্ছন্ন। আর সেই কারণেই সঠিক সময় শীত পড়তে পারে না।

তবে এবছর উত্তর ও মধ্য ভারতের আকাশ মেঘমুক্ত হওয়ায় সেখান থেকে উত্তরে হওয়া প্রবেশ করছে রাজ্যে। আর সেই কারণেই এই রাজ্যের তাপমাত্রা অন্যান্যবারে তুলনায় কমতে শুরু করেছে। আর তাই এবছর আগেভাগেই শীতের আমেজ পাওয়া যাচ্ছে।

এই পরিস্থিতিতে আবহাওয়াবিদরা মনে করছেন, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস। সেখানে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সেই তাপমাত্রা ১০ ডিগ্রির নিচেও নেমে যেতে পারে। এখনো যা আবহাওয়ার গতিপ্রকৃতি, তাতে সবমিলিয়ে এবার শীতের আমেজ ভালোই পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন