Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

‌৩০ কেজি নিষিদ্ধ শব্দ বাজি আটক

Hold-the-bet

সমকালীন প্রতিবেদন : উত্তর ২৪ পরগনার গোপালনগর এবং গোবরডাঙা থানা এলাকা থেকে মোট ৩০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় এক বাজি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বাজিগুলি বাজেয়াপ্ত করে ধৃত ব্যক্তিকে আদালতে তোলা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে দুটি পৃথক অভিযান চালিয়ে দুই থানা এলাকা থেকে বহু নিষিদ্ধ বাজি আটক করে পুলিশ। এর মধ্যে গোপালনগর থানা এলাকা থেকে ১৫ কেজি এবং গোবরডাঙা থানা এলাকা থেকে আরও ১৫ কেজি শব্দবাজি উদ্ধার করেছে পুলিশ।

রবিবার রাতে গোপালনগর থানার কদমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি দোকান থেকে এই বিপুল পরিমাণ শব্দ বাজি আটক করেছে পুলিশ। সেইসঙ্গে দোকানের মালিককে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম বিধুভূষণ দাস। বাড়ি সন্তোষপুর এলাকায়। 

অন্যদিকে, গোবরডাঙা থানার ওসির নেতৃত্বে রবিবার রাতে অভিযান চালিয়ে আটক করা হয় ১৫ কেজি শব্দ বাজি। এরমধ্যে চকলেট বোমই বেশি। এই ধরনের শব্দ বাজি বিক্রি সরকারিভাবে নিষিদ্ধ। তা সত্ত্বেও এগুলি গোপনে বিক্রি করার জন্য মজুত করা হয়েছিল। 

উল্লেখ্য, আলোর উৎসব দীপাবলির সময় একদিকে যেমন চারিদিক আলোর রোশনাইয়ে সেজে ওঠে, তেমনই কালীপুজোর এই সময়টাতে বাজী পোড়ানোর ঢলনামে। পরিবেশের কথা মাথায় রেখে পরিবেশ বান্ধব বাজি বিক্রি করার কথা থাকলেও এক শ্রেণীর কারবারী গোপনে নিষিদ্ধ শব্দ বাজি বিক্রি করার চেষ্টা করে। আর তার বিরুদ্ধেই প্রতি বছর এইসময় পুলিশি অভিযান চলে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন