Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

আগামী মরশুমে কেকেআরে কি আর স্থান পাবে শ্রেয়স?

 

Shreyas-Iyer

সমকালীন প্রতিবেদন : গত মরসুমে দুর্দান্ত ক্রিকেট খেলে আইপিএল ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। ২০২৫-এ সেই সাফল্য ধরে রাখাই এখন চ্যালেঞ্জ নাইট ফ্র্যাঞ্চাইজির সামনে। কারণ, আসন্ন মেগা অকশনে কতজনকে ধরে রাখার সুযোগ পাওয়া যাবে, তা এখনও নিশ্চিত নয়। 

তবে ভেতরের খবর বলছে, এখন থেকেই নাকি একটা রিটেনশন তালিকা তৈরি করে ফেলেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। আর সেই তালিকায় নাকি নাম নেই অধিনায়ক শ্রেয়স আইয়ারের। এই খবরটি চমকে দিয়েছে ক্রিকেটজনতাকে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিতে পারে নাইটরা? তার পিছনে একটি কারণ যদিও রয়েছে।

গত মরশুমে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে তাঁর পারফর্ম্যান্স নিয়ে কোনোরকম প্রশ্ন নেই কারও। ২০২৪-এর আইপিএল-এ যেভাবে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স, তা তারিফযোগ্য বলে মনে করেন নাইট কর্মকর্তারাও। কিন্তু ক্যাপ্টেন্সি ভালো করলেও, ব্যাটিং-এ বিশেষ দাগ কাটতে পারেন নি তিনি। 

২০২২ সালে কেকেআর-এর জার্সিতে নিজেই তিনি ১৪ ম্যাচে ৪০১ রান করেছিলেন। ২০২৩-এ খেলতেই পারেন নি পিঠের চোটের কারণে। আর গত বছর যখন দল টপ অর্ডার সুপার ফর্মে ছিল, তখনো শ্রেয়সের ব্যাট থেকে মাত্র ৩৫১ রানই এসেছে। দলের টপ অর্ডারের ব্যাটসম্যান হিসেবে এই পারফরম্যান্স যথেষ্ট নয় বলে মনে করছে থিঙ্কট্যাঙ্ক। এই কারণে আগামী মরশুমে বাতিল করা হতে পারে শ্রেয়স’কে।

শ্রেয়স থাকছেন, নাকি ছাঁটাই হচ্ছেন, তা নিয়ে যখন জল্পনা অব্যাহত, তখনই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ একটি ভিডিও পোস্ট করে কেকেআর ফ্র্যাঞ্চাইজি। নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে যে ভিডিও পোস্ট করেছে তারা, সেখানে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে শ্রেয়সের নানান মুহূর্তের মন্তাজ রয়েছে। 

কখনও ট্রফি হাতে দলমালিক শাহরুখ খানের সাথে উদ্‌যাপন করতে দেখা গিয়েছে তাঁকে। আবার সতীর্থদের সাথে খুনসুটির ভিডিও’ও রয়েছে ঐ ক্লিপিং-এ। ক্যাপশনে নাইট রাইডার্সের তরফ থেকে লেখা হয়েছে, '‌ফাইনালে গুরুত্বপূর্ণ রান, সামনে থেকে নেতৃত্ব দান, কিংবদন্তির ঢঙে উদ্‌যাপন, আমাদের অধিনায়ক শ্রেয়স আইয়ার।' 

এই পোস্টটির দুই রকম অর্থ খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। একাংশের মতে, শ্রেয়স আদৌ কোথাও যাচ্ছেন না। আবার অন্যদের দাবী, আদতে শ্রেয়সকে বিদায় জানাতেই এই ভিডিও প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স। তবে আদতে এর কারণ হয়তো কিছুদিন পরেই খুঁজে পাওয়া যাবে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন