Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২১ আগস্ট, ২০২৪

আর জি কর নিয়ে আন্দোলনে নামায় হুমকির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

 

RGKar-Andolan

সমকালীন প্রতিবেদন : আর জি কর কাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে স্কুল কর্তৃপক্ষের রোষানলে পড়ল স্কুলের পড়ুয়ারা। আন্দোলনে যোগ দিলে  'ছাল ছাড়িয়ে নেওয়া হবে' এবং স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হবে।  প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমনই হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠলো। 


আর জি কর হাসপাতালের নারকীয় কান্ড নিয়ে এখন তোলপাড় রাজ্য থেকে দেশ। নৃশংস এই ঘটনার প্রতিবাদ চলছে দিকে দিকে। সেই আবহে  আর জি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ করলে ছাল ছাড়িয়ে নেওয়া হবে এবং স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হবে। ছাত্রছাত্রীদের এমন হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ গাইঘাটার মন্ডলপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক দেবাশীষ ঘোষের বিরুদ্ধে। 

প্রধান শিক্ষকের এহেন আচরণের প্রতিবাদে এদিন স্কুলের সামনে রাস্তা অবরোধ ও স্কুলের ভিতরে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের অভিযোগ, 'আর জি করের ঘটনা নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চেয়েছিলাম। সেই অনুযায়ী স্কুলের প্রধান শিক্ষকের কাছে অনুমতি নিতে গিয়েছিলাম। অনুমতি দেননি প্রধান শিক্ষক। উল্টে হুঁশিয়ারি দিয়েছেন, প্রতিবাদ করলে ছাল তুলে নেওয়া হবে ও স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হবে।' 


এ ব্যাপারে এই আন্দোলনের সঙ্গে যুক্ত স্কুলের এক প্রাক্তনী জানান, 'আর জি কর হাসপাতালে যে জঘন্য ঘটনা ঘটেছে, তা নিয়ে গোটা দেশ তোলপাড়। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এর প্রতিবাদে সামিল হয়েছেন। আমরা ছাত্র সমাজও এই ঘটনার তীব্র নিন্দা করে প্রতিবাদ জানাচ্ছি। আর একজন প্রধান শিক্ষক এই অধিকার থেকে কোন ছাত্রছাত্রীকে বঞ্চিত করতে পারেন না। এই ধরনের আচরণের জন্য তার ক্ষমা চাওয়া উচিত।'

যদিও নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক দেবাশীষ ঘোষ। তিনি বলেন, কোনরকম হুঁশিয়ারি দেওয়া হয়নি। আমি শুধু ওদের বলেছি, স্কুল চলাকালীন ছাত্রছাত্রীরা যেন এসব না করে। স্কুল ছুটি হওয়ার পর ওরা প্রতিবাদ করুক, তাতে আমি কিছু বলবো না।'



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন