সমকালীন প্রতিবেদন : বৃহস্পতিবার পূর্ব-মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আরো একটি নতুন নিম্নচাপ দানা বাঁধতে চলেছে। আর এর ফলে এই সপ্তাহের শেষ দিকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।
গত পরশু অর্থাৎ রবিবার মাঝরাত থেকে সোমবার সকাল পর্যন্ত কলকাতা সহ উত্তর ২৪ পরগনার দমদম, বিধাননগর, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, ঝাড়গ্রাম ইত্যাদি জায়গায় বেশ ভালো বৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদিও বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে পরিমাণে তা কিছুটা কমবে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে যে নিম্নচাপ দানা বেঁধেছিল, সেটি ধীরে ধীরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর চলে এসেছে। আর এরপর এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে যাচ্ছে। এর প্রভাবে মঙ্গলবার এই রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি, পশ্চিমের বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার বর্ষার স্বাভাবিক বৃষ্টি হবে। নিম্নচাপের জেরে গত কয়েকদিনে রাজ্যের কিছু কিছু অঞ্চলে টানা বৃষ্টি হয়েছে। এর ফলে অনেক নিচু এলাকাতেই জল জমে যায়। সোমবার দুপুরের পর থেকে অবশ্য বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসে।
আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বৃহস্পতিবার বঙ্গোপসাগরে নতুন একটা নিম্নচাপ দানা বাঁধছে। আর সেই নিম্নচাপটি ক্রমশ বাংলার উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আর সেই কারণে এই সপ্তাহের শেষ দিকে আবারও একবার ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন