সমকালীন প্রতিবেদন : খুব একটা ভালো যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার জীবন। গত কয়েক মাসে যেমন বিশ্বকাপ জয় করেছেন তিনি, তেমনই আবার স্ত্রী নাতাশার সাথে আলাদাও হয়ে গেছেন। পান্ডিয়া ও নাতাশা বিবাহ বিচ্ছেদের ঘোষণা করে দিয়েছেন। তবে ব্যক্তিগত জীবন ডামাডোলের হলেও ক্রিকেটে তার প্রভাব ফেলতে তিনি চান না।
সেই কারণেই নেটে অনুশীলনের সময় তাঁকে পুরোপুরি মনোযোগী দেখা যাচ্ছে আজকাল। এককথায় ক্রিকেটের মধ্যেই যেন খুঁজছেন আশার আলো। সেই কারণেই হয়তো নিজের উপর অনেক পরীক্ষা নিরীক্ষাও করে চলেছেন তিনি। তার একটা নিদর্শন পাওয়া গেল তাঁর বোলিং অ্যাকশনে।
সম্প্রতি, শ্রীলঙ্কা সিরিজের মাঝে অনুশীলনের সময় হার্দিক পান্ডিয়াকে স্পিন বোলিং করতে দেখা গিয়েছে। সাধারণত তিনি একজন পেসারের ভূমিকায় বোলিং করে থাকেন, তবে এবারে যেন তিনি বোলিং অ্যাকশনটাকেই বদলে ফেললেন। নেটে তাঁকে অনিল কুম্বলের মতো লেগ স্পিন করতে দেখা গিয়েছে।
হার্দিকের এই বোলিং অ্যাকশনের অনেক ছবিই সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। আর এখানেই অনেকে বলছেন যে, এবার পেসার থেকে স্পিনার হয়ে উঠতে পারেন হার্দিক। আর তেমনটা হলে এক্ষেত্রে দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের অবদান থেকে যাবে।
আসলে, গৌতম গম্ভীর সবসময় একটি ভিন্ন ধরনের কৌশল নিয়ে কাজ করেন। আইপিএলেও এমনটা দেখা গিয়েছে। গম্ভীর যখন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ছিলেন, তখন তিনি সুনীল নারিনকে দিয়ে ওপেন করিয়েছিলেন। গৌতির এই ফর্মুলা অবশ্য বেশ সফল হয়েছিল।
গৌতম গম্ভীর এখন নতুন ফর্মুলা দিয়ে নিজের নতুন টিম ইন্ডিয়াকে গড়তে চান। হয়তো সেই কারণেই নেটে হার্দিক পান্ডিয়াকে স্পিনারের ভূমিকায় দেখা গিয়েছিল। তবে ম্যাচে তিনি স্পিন বল করবেন কি না, সে বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন