সমকালীন প্রতিবেদন : টি-২০ বিশ্বকাপ জয়ের পরেই ভারতীয় ক্রিকেট দল নতুন কোচ পেয়েছে। গৌতম গম্ভীর এখন রোহিত, কোহলিদের হেডস্যার। আর কোচিংয়ের দায়িত্ব পেয়েই দলে বেশ কিছু অভিনবত্ব দেখাতে চাইছেন গৌতম।
তাই তাঁর জমানায় সবাই অলরাউন্ডার হতে চাইছেন এখন। গৌতম গম্ভীরের কোচিংয়ে ইতিমধ্যে রিঙ্কু সিংহ ও সূর্যকুমার যাদবদের মতো ব্যাটসম্যানদেরকেও বল করতে দেখা গিয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে বল হাতে দলকে জিতিয়েছেন তাঁরা।
একইভাবে রিয়ান পরাগকেও বল হাতে উইকেট নিতে দেখা গেছে। সেই দৌড়ে টিকে থাকার জন্য দিল্লি প্রিমিয়ার লিগে ঋষভ পন্থকেও বোলিং প্র্যাকটিস করতে দেখা গেছে। আর এবার সেই একই ভূমিকায় দেখা গেল ঈশান কিশনকে।
বুচি বাবু প্রতিযোগিতায় বল করলেন তিনি। তবে কি জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য এ বার রিঙ্কু, সূর্যদের পথেই এগোচ্ছেন ঈশান? সেটাই বড় প্রশ্ন। বুচি বাবু প্রতিযোগিতায় হায়দরাবাদের বিরুদ্ধে বল করতে দেখা গিয়েছে ঈশানকে।
ডানহাতি স্পিন বল করেছেন তিনি। দু’ওভার বল করে ৫ রান দিয়েছেন ঈশান। কোনও উইকেট পাননি তিনি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে শতরান করেছিলেন ঈশান। দ্বিতীয় ইনিংসে জোড়া ছক্কা মেরে ঝাড়খণ্ডকে জিতিয়েছিলেন তিনি।
কিন্তু হায়দরাবাদের বিরুদ্ধে রান পাননি ঈশান। এদিকে, ভারতীয় দলে গৌতম গম্ভীরের কোচিং টিমের খোলনলচে বদলে দিচ্ছে দিন দিন। সামনেই রয়েছে বাংলাদেশ সিরিজ। আর আসন্ন এই সিরিজে ভারতীয় দলে কোন দুই কিপার ব্যাটারের সুযোগ মিলবে বলা কঠিন।
ঈশান কিশন যে দলে ফিরতে মরিয়া এবং গম্ভীরের গুডবুকে নাম লেখাতে চান, তা পরিষ্কার। প্রথম ম্যাচে সেঞ্চুরি, এবার বোলিং। কোনও চেষ্টাই বাদ রাখছেন না ভারতের তরুণ কিপার ব্যাটার ঈশান কিষাণ। এদিকে, গম্ভীর ভারতের কোচ হওয়ার পরে দেখা যাচ্ছে, বল করছেন ব্যাটারেরা।
রিঙ্কু, সূর্য, রিয়ান পরাগেরা নিয়মিত বল করছেন। একদিনের ক্রিকেটে রোহিত শর্মাকেও বল করতে দেখা গিয়েছে। গম্ভীর বুঝিয়ে দিয়েছেন, দলে বেশি অলরাউন্ডার খেলানোর কথা ভাবছেন তিনি। সেই কারণেই কি ঈশানকে বল হাতে দেখা গেল? সেই জল্পনা শুরু হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন