Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

নামের বিভ্রান্তিতে সোশ্যাল মিডিয়ায় কটুক্তির শিকার বনগাঁর দন্ত চিকিৎসক

 ‌

Dentist-of-Bongaon

সমকালীন প্রতিবেদন : ‌শুধুমাত্র নামের মিল থাকায় সোশ্যাল মিডিয়ায় বনগাঁর এক দন্ত চিকিৎসককে উদ্দেশ্য করে কটুক্তি করা হচ্ছে। এমনই অভিযোগ তুললেন বনগাঁর দন্ত চিকিৎসক ডাক্তার সন্দীপ ঘোষ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই বিভ্রান্ত তিনি। 

উল্লেখ্য, কলকাতার আরজি কর হাসপাতালের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন ওই হাসপাতালের সদ্য অন্যত্র বদলি হওয়া অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ। সংবাদ মাধ্যমে তাকে নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। 

এদিকে, বনগাঁর দন্ত চিকিৎসক ডাক্তার সন্দীপ ঘোষের একটি ফেসবুক পেজ রয়েছে। যদিও সেখানে তাঁর কোন ছবি নেই। ফলে অনেকেই গভীরে না ঢুকে বনগাঁর দন্ত চিকিৎসক সন্দীপ ঘোষকে আরজিকরের অধ্যক্ষ সন্দীপ ঘোষ হিসেবে ভুল করে এই দন্ত চিকিৎসকের ফেসবুক প্রোফাইলে কটুক্তিপূর্ণ মন্তব্য পোস্ট করতে শুরু করেছেন। 

আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই বিভ্রান্ত এবং অসম্মানিত দন্ত চিকিৎসক ডাক্তার সন্দীপ ঘোষ। এব্যাপারে তিনি বলেন, অনেক ফেসবুক ইউজার তাঁকে আরজিকর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে গুলিয়ে ফেলে তাঁর প্রোফাইলে অশালীন এবং কটুক্তিপূর্ণ মন্তব্য করছেন। এটা যথেষ্ট অসম্মানের এবং অস্বস্তিকর। 

এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত এদিন সন্ধ্যেয় নিজের ফেসবুক প্রোফাইলে নিজের ছবি পোস্ট করেছেন দন্ত চিকিৎসক ডাক্তার সন্দীপ ঘোষ। তাঁর আশা, ছবি দেখে এবার অন্তত তাঁর প্রোফাইলে আরজিকরের অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষের উদ্দেশ্যে করা মন্তব্য পোস্ট করা বন্ধ হবে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন