সমকালীন প্রতিবেদন : ভারতে এখন অনেক উঠতি খেলোয়াড় জাতীয় দলে সুযোগ পাচ্ছেন। সে রিঙ্কু সিংই হোক কিংবা শিবম দুবে, সুযোগ পেয়ে তাঁরা আজ জাতীয় দলে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন। তবে অনেক খেলোয়াড় আজকের দিনে দাঁড়িয়েও সেভাবে সুযোগ পাচ্ছেন না।
শুনলে অবাক হবেন যে, ভারতের অনেক ক্রিকেটার এখনো পর্যন্ত মাত্র ১ টি ম্যাচেই দেশের জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন। আর এই তালিকার উল্লেখযোগ্য নামটি হল নীতীশ রানা। তিনি এমন একজন ভারতীয় ক্রিকেটার, যিনি ২০২০ সালের পর একটি ওয়ানডে খেলেছিলেন এবং তারপরে দল থেকে বাদ দেওয়া হয়।
শেষবার ২০২১ সালের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় দলের সদস্য ছিলেন রানা। ওই সফরে এক ওডিআইয়ে ৭ রান করেছিলেন তিনি। এই তালিকায় লেগ স্পিনার রবি বিষ্ণোই জায়গা করে নিয়েছেন। এই মুহূর্তে মনে হচ্ছে রবিকে শুধুমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটেই সীমাবদ্ধ রাখার কথা ভাবছে বোর্ড।
এদিকে, ৫০ ওভারের ফরম্যাটের জন্য কুলদীপ যাদব ও ওয়াশিংটন সুন্দরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। বিষ্ণোই ২০২২ সালের ৬ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক করেছিলেন এবং এর পরে আর খেলার সুযোগ পাননি। এই ম্যাচে ৮ ওভারে ৬৯ রান দিয়ে একটি উইকেট নেন তিনি।
এছাড়াও, রাহুল চাহার হলেন এমন একজন খেলোয়াড়, যিনি ভারতীয় দলের হয়ে প্রচুর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তবে যুজবেন্দ্র চাহাল ওয়ানডেতে জায়গা ধরে রাখায় রাহুল মাত্র একটি ওয়ানডে খেলার সুযোগ পেয়েছিলেন। এরপর আর ৫০ ওভারের ফরম্যাটে টিম ইন্ডিয়ার হয়ে খেলার সুযোগ পাননি তিনি।
রাহুল ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর অভিষেক ওয়ানডে ম্যাচে ১০ ওভারে ৫৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। এখন এটাই আশা করা যায় যে, আগামীতে এই খেলোয়াড়দের সুযোগ দিতে পারে দল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন