Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২৭ মে, ২০২৪

আইপিএল-এর ইতিহাসে নতুন নজির গড়ে বড় জয় কেকেআরের

 

Big-win-for-KKR

সমকালীন প্রতিবেদন : ২০২৪ আইপিএলের ফাইনালে প্রতিপক্ষ ছিল অন্যতম সেরা আগ্রাসী দল। সেই দলে রয়েছেন অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, এনরিখ ক্লাসেন, প্যাট কামিন্সের মতো ক্রিকেটাররা। তাঁদের বিরুদ্ধে একেবারে হেসেখেলে সহজ জয় ছিনিয়ে নেবে কলকাতা নাইট রাইডার্স, নিজেরাও হয়তো ভাবেননি শ্রেয়স আইয়াররা। 

কিন্তু আইপিএলের ফাইনালে সহজতম ম্যাচ জিতে তৃতীয়বার চ্যাম্পিয়ন হল কেকেআর। সেই সঙ্গে তারা করে ফেলল একাধিক নজির। রবিবার আইপিএলের ফাইনালে টস জিতে সানরাইজার্স হায়দরাবাদ প্রথমে ব্যাটিং নেয়। কিন্তু শুরু থেকেই তারা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। 

এদিন হায়দরাবাদের ব্যাটিংই তাদের ডোবাল। ১৮.৩ ওভারে মাত্র ১১৩ রানে অলআউট হয়ে যায় সানরাইজার্স। সেই রান তাড়া করতে নেমে সহজ জয় ছিনিয়ে নেয় কেকেআর। রান তাড়া করতে নেমে কলকাতার দল ১০.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৪ রান করে ফেলে। 

৫৭ বল বাকি থাকতেই তারা জয় ছিনিয়ে নেয়। সেই সঙ্গে করে ফেলে একাধিক নজির। ৫৭ বল বাকি থাকতে জয়, আইপিএলের ইতিহাসে কোনও নকআউট ম্যাচে সবচেয়ে বড় জয়ের নজির। এটি এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে ফাইনালেও সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নজির।

কলকাতা নাইট রাইডার্স বল বাকি থাকার হিসেবে আইপিএল ফাইনালে দ্রুততম রান তাড়া করে জয়ের নজিরও গড়ে ফেলেছে। এর আগে গুজরাট টাইটান্স ২০২২ আইপিএলের ফাইনালের সময়ে ১৩১ রান তাড়া করতে গিয়ে ১১ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিয়েছিল। সেই নজির এদিন টপকে গেল কেকেআর। 

এছাড়াও, এটি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআর-এর সবচেয়ে বড় জয়। পাশাপাশি আইপিএলের ইতিহাসে ১০০+ রান তাড়া করতে গিয়ে এটি যুগ্মভাবে দ্বিতীয় সবচেয়ে বড় জয়। সানরাইজার্স হায়দরাবাদের ক্ষেত্রে আবার আইপিএলের ইতিহাসে এটি সবচেয়ে বড় পরাজয়।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন