সমকালীন প্রতিবেদন : পুলিশের বিশেষ অভিযানে চোলাই মদ সহ এক কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার রাতে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশের তৎপরতায় এই অভিযান চলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপালনগর থানার ১০ মাইল এলাকায় চাকদা-বনগাঁ রাস্তার উপর নাকা চেকিং চালাচ্ছিল গোপালনগর থানার পুলিশ। নেতৃত্বে ছিলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গৌতম প্রামাণিক।
রাত সাড়ে নটা নাগাদ এক মোটরসাইকেল আরোহীকে দাঁড় করান পুলিশ কর্মীরা। মোটরসাইকেলে একটি নাইলন ব্যাগ ঝুলানো ছিল। সেই ব্যাগে তল্লাশি চালানোর সময় তার ভেতর থেকে চোলাই মদ পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম বাপি দাস। বাড়ি গোপালনগর থানার কদমতলা এলাকায়। তার ব্যাগ থেকে ১৬ বোতল চোলাই মদ উদ্ধার করে পুলিশ। ধৃতকে রবিবার বনগাঁ আদালতে তোলা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন