Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

বয়সের অঙ্ককে আবারো ভুল প্রমাণিত করে সেরা সুন্দরীর খেতাব অর্জন রুপিকার

 

Rupika-Grover

সমকালীন প্রতিবেদন : বয়স যে শুধুমাত্রই একটি সংখ্যা, তা আরও একবার প্রমাণ হল, তাও আবার ‘মিসেস ইন্ডিয়া ওয়ান ইন আ মিলিয়ন’-এর মঞ্চে। ৫৫ বছর বয়সী মডেল রুপিকা গ্রোভার এবার এই প্রতিযোগিতায় জিতে নিলেন বিজেতার খেতাব। 

জম্মুতে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা রূপিকার। গ্ল্যামার ওয়ার্ল্ডের টানে ভূস্বর্গ ছেড়ে এসেছিলেন মুম্বইতে। বিনোদন শিল্পের সঙ্গে যুক্ত হন। এমনকী সংসারও শুরু করেন। রূপিকার দুই ছেলে রয়েছে। 

পশুদের নিয়েও কাজ করছেন রূপিকা দীর্ঘদিন, তাঁদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে জুড়ে আছেন এলাকার একাধিক এনজিও-র সঙ্গে। তবে নিজের স্বপ্নের পেশায় তিনি একজন মডেল, অভিনেত্রী। 

তাই হয়তো আজ সমাজের বাধাধরা নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে রুপিকার এই জয়ের চর্চা এখন সর্বত্র। মিসেস ইন্ডিয়া ওয়ান ইন এ মিলিয়ন ২০২৩-এর মুকুট জেতার পাশাপাশি, রূপিকা ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল ক্লাসিক’, ‘ফিট ক্লাসিক’ এবং ‘ট্যালেন্টেড ক্লাসিক’-সহ একাধিক খেতাব জিতেছেন। 

তবে ৫০ পেরিয়ে মিসেস ইন্ডিয়ার অংশ হওয়া নি:‌সন্দেহে ছিল তাঁর জন্য একটি সাহসী পদক্ষেপ। ফ্যাশন শো-তে অংশ নেওয়ার জন্য কড়া প্রশিক্ষণও নিয়েছেন। কোরিওগ্রাফার সন্দীপ সোপারকার এবং ফ্যাশন ডিরেক্টর-প্যাজেন্ট প্রশিক্ষক কবিতা খারায়াত-সহ অভিজ্ঞ পরামর্শদাতাদের সাহায্যে নিজেকে প্রস্তুত করেছেন। 

নিজের কথা বলা, হাঁটা সমস্তটাই বদলে নিয়েছিলেন গত কয়েক মাসে। যা তাঁর জয়ের পথকে শুধু প্রশস্তই করেনি, বাড়িয়েছে মনোবলও। রূপিকার এই খেতাব জয় নিঃসন্দেহে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে সব বয়সী নারীদের জন্যই। 

এটি প্রমাণ করে যে কঠোর পরিশ্রম, নিজের স্বপ্নে বিশ্বাস এবং একটি সাহসী পদক্ষেপ দিয়ে যে কেউ তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারে। তাই হয়তো সমাজের বাধাধরা নিয়মকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন রূপিকা গ্রোভারের মতো নারীরাই।‌‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন