Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

শেষ পর্যন্ত সাংসদ পদ খোয়া গেল মহুয়া মৈত্রের

Mahua-Maitra

সমকালীন প্রতিবেদন :এথিক্স কমিটির সুপারিশকেই শেষ পর্যন্ত শিলমোহর দেওয়া হল। বাতিল হয়ে গেল মহুয়া মৈত্রের সাংসদ পদ। শুক্রবার ধ্বনিভোটে পাশ হয়ে গেল প্রস্তাব। যদিও ধ্বনি ভোটের সময় ওয়াকআউট করে গিয়েছিলেন বেশিরভাগ বিরোধী সাংসদই। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে

প্রশ্ন কান্ডে সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে রিপোর্ট জমা করে তাঁর সাংসদ পদ খারিজের সুপারিশ করেছিল সংসদের এথিক্স কমিটি। শুক্রবার দুপুর ১২ টায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে রিপোর্ট পেশ করেন লোকসভার এথিক্স কমিটির প্রধান তথা বিজেপি সাংসদ বিজয় সোনকার।

ওই রিপোর্টে মহুয়ার সাংসদ পদ খারিজ করার প্রস্তাব দেওয়া হয়। রিপোর্ট পেশ হওয়ার পরপরই চূড়ান্ত হট্টগোল শুরু হয়। এর ফলে দুপুর ২ টো পর্যন্ত অধিবেশন মূলতুবি করে দেওয়া হয়। পরে ফের অধিবেশ শুরু হয়। সেই সময় এথিক্স কমিটির পেশ করা রিপোর্টের উপর আলোচনার জন্য আধঘণ্টা সময় বেঁধে দেন স্পিকার ওম বিড়লা।

এই বিষয়ে কেংগ্রেস, বিজেপি, তৃণমূলের অন্যান্য সাংসদকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হলেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে মহুয়া মৈত্রকে বলার সুযোগ দেওয়া হয় নি। এরপর ধ্বনি ভোটে পাশ হয়ে যায় প্রস্তাব। সেই অনুযায়ী সাংসদ পদ হারাতে হল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে।

এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে ব্যাখ্যা করেছে তৃণমূল। মহুয়ার পাশে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী এদিন কার্শিয়াং থেকে বলেন, '‌খুবই দু:‌খজনক ঘটনা। ভোটে হারাতে না পেরে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মহুয়াকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে গনতন্ত্রকে হতা করা হল। দল তাঁর পাশে থাকবে।'

‌এব্যাপারে মহুয়া মৈত্রের প্রতিক্রিয়া, 'লোকসভার এথিক্স কমিটির কোনও ‘এথিক্স’ যে নেই, তা প্রমানিত হল। তারা সব নিয়ম ভেঙে ফেলেছে। এমন একটা কারণে আমাকে বহিষ্কার করা হল, যা লোকসভার সকল সদস্যের মধ্যে প্রচলিত একটি অভ্যাস। মোদী সরকার যদি ভেবে থাকে, আমাকে এভাবে চুপ করিয়ে আদানি ইস্যু থেকে তারা মুক্তি পাবে, তবে ভুল ভাবছে।'‌ 

এদিন সংসদের বাইরে দাঁড়িয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, 'বিজেপির এটা শেষের শুরু। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আমার বিরুদ্ধে এই অন্যায় সিদ্ধান্ত নেওয়া হল। এরপর হয়তো আমার বাড়িতে সিবিআই পাঠিয়ে হেনস্থা করা হবে। আমি আগামী ৩০ বছর সংসদে লড়াই করবো।'‌



















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন