Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

ধোনির পর কি তাহলে আবার জাদেজাকে দেওয়া হবে সুপার কিংসের ক্যাপ্টেন্সি?

 

Captaincy-of-Super-Kings

সমকালীন প্রতিবেদন : আইপিএল-এর পরবর্তী সিজন শুরু হতে এখনও অনেকটা সময় বাকি। তা হলেও এখন দল গোছানোর কাজ চলছে জোরকদমেই। এর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ অবশ্য চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব নিয়ে। গত সংস্করণের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। 

দু-দিনের রুদ্ধশ্বাস ফাইনালে গুজরাট টাইটান্সকে শেষ বলে হারিয়ে খেতাব জেতে সিএসকে। আইপিএলের ইতিহাসে তারা অন্যতম সফল দল। প্রশ্ন হচ্ছে, আগামী মরসুমেও কি ধোনিই নেতৃত্ব দেবেন? যদিও সেই সম্ভাবনা ক্ষীণ। কারণ, ধোনির বয়স এবার হয়তো জবাব দেবে তাঁর আইপিএল কেরিয়ারকে। তবে যাওয়ার আগে মাহি অবশ্য বেছে রেখেছেন নতুন নেতাকে।

২০২২ সালের আইপিএলে নেতৃত্ব নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছিল চেন্নাই সুপার কিংসে। রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক বেছে দিয়েছিলেন ধোনি। নেতৃত্বের প্রভাব পড়ে জাদেজার পারফরম্যান্সে। জাদেজার চোট সমস্যায় ফেলে। ফের দায়িত্ব নেন ধোনিই। গত মরসুমেও নানা জল্পনা ছিল। 

এরপর আইপিএলের গত সংস্করণে মনে করা হয়েছিল, বেন স্টোকসকে অধিনায়ক করা হতে পারে। যদিও স্টোকস পুরোপুরি ফিট না থাকায়, সেই সম্ভাবনা ইতি হয়ে যায়। এটাই একমাত্র কারণ নয়। ধোনি এমন একজনকেই বেছে রেখেছেন, যিনি শুধু চেন্নাই সুপার কিংসই নয়, ভবিষ্যতে জাতীয় দলেও নেতৃত্ব দেবেন। 

সেই তরুণ ক্রিকেটার হলেন ঋতুরাজ গায়কোয়াড়। এশিয়ান গেমসে তাঁর নেতৃত্বেই সোনা জিতেছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে ভারত। প্রথম তিন ম্যাচে সূর্যকুমার যাদবের ডেপুটি ঋতুরাজ। তার অনেক আগেই অবশ্য ঋতুকে ভবিষ্যৎ নেতা হিসেবে বেছে রেখেছেন মাহি।

জানা গেছে, ম্যাচ চলাকালীন নানা ক্ষেত্রেই ঋতুরাজের মত জানতে চান ধোনি। পছন্দ হলে, ঋতুর সেই পরামর্শ মেনেও নেন। ঋতুরাজও ক্যাপ্টেন কুলের মতো ঠান্ডা মাথার। চাপের মুখে ভেঙে পড়েন না। তাঁর ম্যাচ বিশ্লেষণও তুখোড়। এ সব নানা কারণেই ঋতুরাজকে পছন্দ মাহির। আর তিনিই হয়তো হবেন চেন্নাইয়ের আগামীর সেনাপতি।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন