সমকালীন প্রতিবেদন : দু’ বছর আগে যখন তাঁর ঘর ভেঙেছিল, তখনও এত চর্চা ছিল না সামাজিক মাধ্যমে৷ কিন্তু এখন যখন তাঁর প্রাক্তন অন্য কারোর সঙ্গে ঘর বেঁধেছেন, তখন অনুপম রায়ের জীবনযাপন নেটিজেনদের আলোচনার শীর্ষে৷
সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করছেন, সেটাই চর্চার হয়ে উঠছে নেটিজেনদের কাছে। তবে এখন সেসব থেকে বিরতি চাইছেন গায়ক, তা তার মেজাজেই স্পষ্ট। এই বিষয়ে বিশেষ কথা বলতে শোনা যায়নি তাঁকে। পরমব্রত-পিয়ার বিয়ে হয়েছে গত ২৭ নভেম্বর। বিয়ের পর তিনদিন কেটেও গিয়েছে।
এখন কোথায় আছেন, কেমন আছেন পিয়ার প্রাক্তন গায়ক স্বামী অনুপম রায়? অনুপমের সোশ্যাল মিডিয়া পোস্ট জানান দিচ্ছে, তিনি এই মুহূর্তে ভাইজ্যাক অর্থাৎ বিশাখাপত্তনমে রয়েছেন। সঙ্গী তাঁর বাবা-মা। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে বাবা-মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন অনুপম রায়। ক্যাপশানে লিখেছেন, ‘সমুদ্রের সঙ্গে কিছু কথা।’
উল্লেখ্য, বেশকিছুদিন হল কলকাতায় নেই অনুপম রায়। পিয়া চক্রবর্তীর বিয়ের ঠিক একদিন আগেই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন সানফ্রান্সিসকোতে। উড়ানের ভিডিয়োতে জুড়েছিলেন নিজেরই লেখা গান, 'সবকিছু ফেলে আজ চলে যাব দূরে…'।
এরপর প্রাক্তন স্ত্রী পিয়ার বিয়ের দিন অনুপমের পোস্টে উঠে এসেছিল নিজেকে শেষ করার কথা। অরিন্দম চক্রবর্তীর লেখা ধরে লিখেছিলেন, ‘নিজেই নিজেকে মারা, অন্যকে দিয়ে নিজেকে মারানো আর নিজেকে মরতে দেওয়া - এই তিনভাবেই আত্মহত্যা সম্ভব। কাজেই নিজেকে উদ্যোগ নিয়ে নিজেকে মারতে হবে - এমন নয়।’
এখন অনুপম দেশে ফিরেছেন ঠিকই তবে এশহরে এখনও ফেরেননি। কিন্তু তাঁর বিরহে যে তার থেকেও বেশি সহমর্মী হয়েছে তাঁর ভক্তকুল, তা আর বলার অপেক্ষা রাখে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন