Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

‌সেতু সংস্কারের দাবিতে বাগদা-বনগাঁ রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ

Blockade-of-Bagda-Bangaon-Road

সমকালীন প্রতিবেদন : সেতু সংস্কারের দাবিতে সকাল থেকে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ শুরু করলেন স্থানীয়রা। বনগাঁ এবং বাগদা ব্লকের মধ্যে সংযোগকারী এই সেতু সংস্কারের দাবিতে সোমবার সকাল থেকে অবরোধ শুরু হয়েছে। আর এই অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে।

বাগদা এবং বনগাঁ ব্লকের মধ্যে দিয়ে বয়ে যাওয়া কোদালিয়া নদীর ওপরে ভুলোট সেতুটি ১০ বছরেরও বেশি সময় ধরে বেহাল হয়ে রয়েছে, এমনই অভিযোগ স্থানীয়দের। এর আগে বহুবার গ্রামবাসীরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে এই সেতু সংস্কারের কাজ করেছেন। 

কিন্তু সেতুর বর্তমান পরিস্থিতি যা, তাতে গ্রামবাসীদের ওই টাকায় সেতু সংস্কার সম্ভব নয়। এই পরিস্থিতিতে সেতু সংস্কারের জন্য গ্রামবাসীরা প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে বারংবার আবেদন জানাচ্ছেন। কিন্তু কোনও আবেদনেই সাড়া পাচ্ছেন না গ্রামবাসীরা। ফলে তাঁদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

গ্রামবাসীদের অভিযোগ, তাঁদেরকে অবহেলা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই অবহেলা আর মেনে নিতে পারছেন না গ্রামবাসীরা। অবশেষে সেতু সংস্কারের দাবিতে এদিন বনগাঁ-বাগদা সড়কের জোকা আমতলা এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ অবরোধ শুরু করলেন ভুলোট গ্রামের বাসিন্দারা৷

জানা গেছে, একদিকে বনগাঁ ব্লক আরেক দিকে বাগদা ব্লক। মাঝখান দিয়ে বয়ে গেছে কোদালিয়া নদী। আর এই নদীর উপরেই রয়েছে ভুলোট সেতু৷ দীর্ঘদিন ধরেই সেই সেতু বিপদজনক অবস্থায় রয়েছে৷ বিপদের ঝুঁকি নিয়ে স্থানীয়রা বাধ্য হয়ে সেই সেতুর উপর দিয়ে যাতায়াত করছেন। 

স্থানীয়রা জানিয়েছেন, পঞ্চায়েত ভোটের আগে প্রতিশ্রুতি মিললেও কাজ হয়নি এক ফোঁটাও। সম্প্রতি সেতু দিয়ে পায়ে হেঁটে পর্যন্ত পারাপার করার মতো অবস্থা নেই৷ 

স্থানীয় আমডোব স্কুলে ভুলোট গ্রামের প্রচুর ছেলেমেয়ে পড়াশোনা করে৷ সেতুর বিপদজনক পরিস্থিতির কারণে তাদের স্কুলে যাওয়া বন্ধের মুখে৷ নিয়মিত দুর্ঘটনাও ঘটছে৷ আর তাই শেষ পর্যন্ত আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন গ্রামবাসীরা‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন