সমকালীন প্রতিবেদন : নিজের জন্মদিন সকলে নিজের মতো করে পালন করেন। অনেক উপহারও পান। কিন্তু এমন কেউ কেউ আছেন, যিনি উপহার পেতে নয়, উপহার দিয়েই নিজের জন্মদিন পালন করেন।
ভারতের একটি নামী খাদ্য সরবরাহকারী সংস্থার এক ডেলিভারি বয় নিজের সামান্য আয়ের মধ্যে দিয়েই নিজের জন্মদিনে তিনি সমস্ত গ্রাহককে মিষ্টিমুখ করালেন। বছর তিরিশের ওই যুবকের জন্মদিন ছিল সম্প্রতি।
সেই জন্মদিন উপলক্ষেই ব্যতিক্রমী কাণ্ড ঘটালেন তিনি। নিজের জন্য নতুন পোষাক কেনার সঙ্গে সঙ্গে নিজের গ্রাহকদের জন্য চকোলেট নিয়ে গ্রাহকদের বাড়ি বাড়ি হাজির হন ওই ডেলিভারি বয়।
ওই ডেলিভারি বয়ের নাম করন। সকলে বলতে ঠিক যাঁদের যাঁদের খাবার ডেলিভারি করেছেন তিনি, তাঁদেরই একটি করে চকোলেট উপহার দেন করণ। এই ঘটনার কথা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
করণের সেই ফেসবুক পোস্ট ভাইরাল হয় মূহুর্তেই। ডেলিভারি বয়ের এই কাজের প্রশংসায় মুখর হন নেটিজেনরা। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এর চেয়ে মিষ্টি আর কী হতে পারে!’ সকলেই খুশি করনের এই কাজে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন