Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৬ জুন, ২০২৩

মহাকাশের ফুটলো 'জিনিয়া ফুল' - উচ্ছ্বসিত নাসা

 ‌

Zinnia-flower-of-space

সমকালীন প্রতিবেদন : ‌নাসার আকাশ গবেষণা একটার পর একটা ধাপ অতিক্রম করে চলেছে। প্রতিদিন নতুন নতুন তথ্য দিয়ে চলেছে নাসা। এবার অবাক করা নতুন খবর - মহাকাশে নাসার গবেষকেরা ফোটাল একটা জিনিয়া ফুল।

এই প্রথম মহাকাশে ফুল ফুটল৷ অসাধ্যসাধন করে অসম্ভবকে সম্ভব করলেন বিজ্ঞানীরা৷ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা৷ ছবিতে দেখা যাচ্ছে, হাল্কা কমলা রঙের একটি জিনিয়া ফুল ফুটে রয়েছে৷ 

নাসা জানিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে এই ফুল ফুটেছে৷ নেটিজেনরা উচ্ছ্বসিত মহাশূন্যে প্রস্ফুটিত জিনিয়ার পিছনে নীল পৃথিবীকে দেখে৷ এর আগে অবশ্য মহাকাশে চাষ হয়েছে। তবে ফুল প্রথম।

মহাকাশে চারাগাছ লাগানো নিয়ে ১৯৭০ সাল থেকেই গবেষণা করছেন বিজ্ঞানীরা৷ সেই সূত্রেই ২০১৫ সালে এই জিনিয়া ফুল ফোটানোর উদ্যোগ নেওয়া হয়েছিল৷ 

নাসা জানিয়েছে, সেই উদ্যোগই এ বার সফল হল৷ মহাকাশে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রে ফুটল জিনিয়া ফুল৷ এর আগে মহাকাশ গবেষণা কেন্দ্রে লেটুস, টোম্যাটো, চিলি পেপারের মতো সব্জি ফলিয়েছেন বিজ্ঞানীরা৷ 

কিন্তু ফুল এই প্রথম বার ফুটল সেখানে৷ মহাকাশবিজ্ঞানীদের আশা, ভবিষ্যতে আরও অনেক রকম সব্জির চাষ সম্ভব হবে মহাশূন্যে৷ এটাকে তাঁরা একটা যুগান্তকারী সৃষ্টি বলেই মনে করছেন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন