সমকালীন প্রতিবেদন : যাত্রীবোঝাই অটোরিক্সা এবং সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যাত্রীর। গুরুতমভাবে জখম হয়েছেন আরও ৩ জন যাত্রী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বনগাঁ–বাগদা রাজ্য সড়কের উপর বাগদার হেলেঞ্চা ৫ নম্বর কলোনী এলাকায় দূর্ঘটনাটি ঘটে। এদিন হেলেঞ্চার দিক থেকে বাগদার দিকে যাচ্ছিল একটি যাত্রীবোঝাই অটোরিক্সা।
অন্যদিকে, একই রাস্তা ধরে বাগদার দিক থেকে হেলেঞ্চার দিকে আসছিল বিদ্যুৎ দপ্তরের একটি গাড়ি। ৫ নম্বর কলোনির কলাবাগান এলাকায় আসার পর এই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতেই উল্টে যায় অটোরিক্সাটি।
আর এই ঘটনায় অটোরিক্সায় থাকা ৪ যাত্রী জখম হন। স্থানীয়রাই তাঁদেরকে বাগদা গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা সুশীল সরকার (৬০)নামে এক বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহত ৩ যাত্রীর চিকিৎসা চলছে বাগদা গ্রামীন হাসপাতালে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন