Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

‌পেনশন হোল্ডারের অ্যাকাউন্টে জমা হল দেড় কোটি টাকা

One-and-a-half-crores-have-been-deposited-in-the-account

সমকালীন প্রতিবেদন : ‌পেনশন হোল্ডারের অ্যাকাউন্টে আচমকাই জমা হল দেড় কোটি টাকা। আর তারপরেই সিল করে দেওয়া হল সেই অ্যাকাউন্ট। আর এমন ঘটনায় সঙ্কটে পড়ল এক পরিবার। এই ঘটনা উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া এলাকার।

জানা গেছে, বাদুড়িয়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার বাসিন্দা বছর ৪৭ এর লক্ষ্মী ব্যানার্জি। ২০১৭ সালে তাঁর স্বামী গৌতম ব্যানার্জি মারা যান। ছেলে এখনও বেকার। ফলে, স্বামীর পেনশনের টাকার ভরসাতেই সংসার চলে লক্ষ্মীদেবীর।   

স্টেট ব্যাংকে তাঁর একটি পেশন অ্যাকাউন্ট রয়েছে। আর সেই অ্যাকাউন্টেই প্রতিমাসে পেনশনের টাকা ঢোকে। এই মার্চ মাসেও পেনশনের টাকা তুলেছিলেন লক্ষ্মী ব্যানার্জি। তখন সব ঠিকই ছিল।

কিন্তু এপ্রিল মাসে টাকা তুলতে গিয়ে তিনি দেখেন, তাঁর অ্যাকাউন্টের ব্যালান্স শূন্য। সঙ্গে সঙ্গে তিনি ব্যাঙ্কের ম্যানেজারকে বিষয়টি জানান। তারপরেই তিনি জানতে পারেন, বেঙ্গালুরু থেকে তাঁর অ্যাকাউন্টে ১ কোটি ৫৭ লক্ষ টাকা ঢোকে। এরপর অ্যাকাউন্টটি বেঙ্গালুরু থেকেই সিল করে দেওয়া হয়। 

এই পরিস্থিতিতে গভীর সঙ্কটে পরে গেছে ওই পরিবার। টাকা তুলতে না পারায় সংসার চালাতে সমস্যা হচ্ছে। ব্যাঙ্ক ম্যানেজারের পরামর্শে বাদুড়িয়া শাখা থেকে স্টেটমেন্ট তুলে লিখিত অভিযোগ দায়ের করেছেন লক্ষ্মী ব্যানার্জি। 

যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষ লক্ষ্মীদেবীকে জানিয়েছে, বিষয়টি মিটতে অন্তত তিন থেকে চার মাস সময় লাগবে। ব্যানার্জি পরিবারের অ্যাকাউন্টে ওই টাকা কোথা থেকে ঢুকল তার তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট বের না হওয়া পর্যন্ত অ্যাকাউন্টটি খোলা যাবে না বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন