Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

বনগাঁয় বিদ্যুতের ট্রান্সফর্মারে বিধ্বংসী আগুন

 

Fire-in-power-transformer

সমকালীন প্রতিবেদন : ‌বিদ্যুত্যের ট্রান্সফর্মারে বিধ্বংসী আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার দুপুরে বনগাঁর খয়রামারি এলাকায় আচমকা এই আগুন লাগে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। 

‌স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর সোয়া ২ টো নাগাদ খয়রামারি এলাকার শিবমন্দিরের পাশে রাস্তার ধারের একটি বিদ্যুতের ট্রান্সফর্মারে হঠাৎ করেই আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে ওই এলাকা থেকে পোড়া গন্ধ বের হয়। 

কিছুক্ষণের মধ্যেই ট্রান্সফর্মারে আগুন লেগে যেতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন বড় আকার নেয়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পরেন এলাকার মানুষ। আগুন লাগার খবর দ্রুত ছড়িয়ে পরে এই এলাকায়।

বড় বিপদের আশঙ্কায় এরপর আশপাশের বাড়ির বিদ্যুতের সমস্ত মেন সুইচ অফ করে দেওয়া হয়। পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দশ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রনে আনেন।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন