Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

গাইঘাটায় ধানকলের দূষিত জলে অতিষ্ট গ্রামবাসীরা

 

Villagers-fed-up-with-polluted-water

সমকালীন প্রতিবেদন : ধান কলের দূষিত‌ জল চাষের জমির উপরে এসে পরায় ক্ষতি হচ্ছে ফসলের। পাশাপাশি, এলাকার পানীয় দলেও তার প্রভাব পরছে। এরই প্রতিবাদে বিক্ষোভে সামিল হলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকার ঘটনা।

জানা গেছে, গাইঘাটার বাগনা গ্রামে মাস দুয়েক আগে একটি চাল কলের কারখানা চালু হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, গভীর রাতে চাল কলের দূষিত জল পাইপে করে পাশের কৃষিজমিতে ফেলা হচ্ছে। এর ফলে জমির ফসলের ক্ষতি হচ্ছে। 


শুধু তাই নয়, চাল কলের ওই দূষিত জল থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে। গন্ধের তীব্রতা এতোটাই যে, এলাকার পানীয় জলের টিউবঅয়েল থেকেও দূর্গন্ধ বের হচ্ছে। শুরু হয়েছে মশার উপদ্রব। এমন ঘটনায় অতিষ্ট হয়ে পরেছেন এলাকার মানুষ।


গ্রামবাসীদের অভিযোগ, অশান্তির ভয়ে দিনেরবেলার বদলে রাত ১২ টার পর এই দূষিত জল পাইপ দিয়ে কারখানা থেকে বের করা হচ্ছে। ওই জল যাতে অন্য পথে বের করা হয়, তার দাবিতে এদিন এলাকায় বিক্ষোভ দেখান এলাকার মানুষ।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন