সমকালীন প্রতিবেদন : আগ্নেয়াস্ত্র, গুলি সহ ৪ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল উত্তর ২৪ পরগনা গোপালনগর থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপালনগর থানা এলাকার ১৬ নম্বর রেলগেট এলাকা থেকে এই ৪ দুষ্কৃতিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ৪ দুষ্কৃতী গোপালনগরের ১৬ নম্বর রেলগেট এলাকায় একত্রিত হয়েছিল। ডাকাতির উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিল বলে দাবি পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে গোপালনগর থানার পুলিশ সেখানে হানা দিয়ে ৪ জনকেই ধরে ফেলে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম জাহাঙ্গীর মন্ডল, রফিকুল মন্ডল, আহমেদ মন্ডল এবং ইমান আলী মন্ডল। ধৃতদের কাছ থেকে একটি পিস্তল, একটি কার্তুজ, একটি লোহার রড, একটি দাঁ এবং একটি হাসুয়া উদ্ধার হয়েছে।
ধৃতদের মঙ্গলবার বনগাঁ আদালতে তোলা হয়। পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানায়। বিচারক সেই আবেদনে সাড়া দিয়ে তাদেরকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন