সমকালীন প্রতিবেদন : জবা বাগান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা এলাকায়। পরিবারের অভিযোগ, ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে গাইঘাটা থানার শিমুলপুর হাজরাতলা এলাকায় এক ব্যক্তির মৃতদেহ পরে থাকতে দেখেন এলাকার মানু্ষ। পরে জানা যায়, মৃত ব্যক্তির নাম পঙ্কজ শিকারী। ৪২ বছর বয়সের ওই ব্যক্তির বাড়ি ওই এলাকাতেই।
আগের দিন সারা রাত বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পরেন বাড়ির লোকেরা। এরপর সকালে তার মৃতদেহ পরে থাকার খবর পৌঁছায় মৃতের পরিবারের কাছে। মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই ব্যক্তিকে নিয়ে মদের আসর বসিয়েছিল তার পরিচিতরা।
আর সেই মদের আসরেই এই অঘটন ঘটেছে। রবিবার সন্ধেয় মৃত ব্যক্তির মেয়ে ৪ জনের নামে খুনের অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের মামলা রুজু করেছে। মৃত্যুর আসল কারণ জানতে মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তদের সন্ধানে তল্লাসী চালাচ্ছে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন