Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

প্রাক্তন ছাত্রের আর্থিক সহযোগিতায় স্কুলে নতুন অডিটোরিয়াম

 

New-auditorium-in-the-school

সমকালীন প্রতিবেদন : ‌শিক্ষক দিবসে নতুন অডিটোরিয়াম পেল স্কুলের ছাত্ররা। আর এই অডিটোরিয়াম তৈরির ক্ষেত্রে সহযোগিতা করেছেন স্কুলেরই এক প্রাক্তন ছাত্র। বনগাঁর ছয়ঘরিয়া রাখালদাস উচ্চ বিদ্যাল‌য়ে সোমবার এই অডিটোরিয়াম উদ্বোধন হল।

শিক্ষক দিবস উপলক্ষ্যে এদিন স্কুলে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্রদের দাবি মেনে এদিন স্কুলের ছাত্র এবং শিক্ষকদের মধ্যে প্রীতি ফুটবল খেলারও আয়োজন করা হয়। আর এদিনের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অডিটোরিয়াম উদ্বোধন।


স্কুলের প্রধান শিক্ষক মনোজ সাহা জানান, স্কুলের প্রাক্তন ছাত্র তথা বায়ুসেনার অবসরপ্রাপ্ত কর্মী ফনিভূষণ দাস তাঁর বাবা–মায়ের স্মৃতিতে স্কুলের উন্নয়নে দুবারে মোট ১০ লক্ষ টাকা দান করেন। সেই টাকাই প্রথমবারে সায়েন্স ল্যাব সহ স্কুলের অন্যান্য উন্নয়নের কাজ করা হয়।  


দ্বিতীয়বারের টাকায় একটি অডিটোরিয়াম নির্মাণ করা হয়। ফনিভূষণবাবুর প্রয়াত বাবা–মা লালমোহন দাস এবং কুসুমকুমারী দাসের স্মৃতিতে এই অডিটোরিয়ামের নামকরণ করা হয়। সোমবার শিক্ষক দিবসে নতুন এই অডিটোরিয়ামের উদ্বোধন করলেন স্কুল পরিচালন কমিটি সভাপতি।   





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন