Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৪ আগস্ট, ২০২২

বনগাঁ উপনির্বাচনের গণনা বয়কট করল বিরোধীরা

 

The-opposition-boycotted-the-counting-of-Bangaon-by-elections

সমকালীন প্রতিবেদন : বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের ভোট গণনা বয়কট করলো বিরোধীরা। ভোটে সন্ত্রাস, রিগিং হয়েছে, তাই নতুন করে ভোট নিতে হবে- এই দাবিতে অনড় বিরোধীরা। আর সেই দাবিকে সামনে রেখে তারা গণনাও বয়কট করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২১ আগস্ট ১৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। বিরোধীদের অভিযোগ, এই ভোটকে কেন্দ্র করে শাসকদল ব্যাপক সন্ত্রাস চালিয়েছে। দেদার ছাপ্পা ভোট দিয়েছে। ফলে সেদিনই ভোট বয়কট করে বিরোধীরা।

ওইদিন বুথের বাইরে শাসকদলের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে বিজেপি বিধায়ক এবং তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতির দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। এই ঘটনার পর বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের পক্ষ থেকে ভোট বয়কট করে নতুন করে ভোট গ্রহণ করার দাবি জানানো হয়।

পুনঃনির্বাচন করার লিখিত দাবীও প্রশাসনের কাছে জানানো হয়। যদিও এখনও পর্যন্ত সে ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশন কোনও সিদ্ধান্ত নেয়নি। আর এই অবস্থাতেই আজ, বুধবার সকাল থেকে শুরু হয়েছে ভোট গণনার কাজ। ভোট বয়কটের পাশাপাশি ভোট গণনাও বয়কট করেছে বিরোধীরা।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন