Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৩১ আগস্ট, ২০২২

জগদ্দলে গঙ্গায় নিখোঁজ তিন বালকের দেহ উদ্ধার

 ‌

The-bodies-of-three-boys-were-recovered

সৌদীপ ভট্টাচার্য : গঙ্গায় স্নায় করতে যাওয়া ৪ বালকের মধ্যে দুটি আলাদা জায়গা থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার হল। এখনও একজনের সন্ধান পাওয়া যায় নি। মৃত বলকদের পরিবার পিছু এক লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতার কথা ঘোষণা করলেন অর্জুন সিং।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে ‌উত্তর ২৪ পরগনার জগদ্দলের বিচুলি ঘাটে গঙ্গায় তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল চারজন বালক। জোয়ার থাকায় বেশ কয়েক ঘন্টা কেটে যায়। এরপর রাতে বিপর্যয় মোকাবিলার দুটি দলকে গঙ্গায় নামানো হয়। 

এরপর বিচুলি ঘাট থেকেই শম্ভু রাম এবং সৌরভ প্রাসাদের মৃতদেহ উদ্ধার করা হয়। বুধবার সকালে ব্যারাকপুর দুই পয়সার ঘাট থেকে জিতু চৌধুরীর মৃতদেহ উদ্ধার হয়। তবে গৌতম প্রাসাদের এখনও কোনও সন্ধান মেলেনি। 

বিপর্যয় মোকাবিলার টিম নিখোঁজ গৌতমের খোঁজ চালাচ্ছে। চারজনই ভাটপাড়ার ১৫ নম্বর ওয়ার্ডের জগদ্দল স্টেশন সংলগ্ন পূর্বাশা কলোনির বাসিন্দা। এদিকে, বুধবার মৃতদের পরিবার পিছু ব্যক্তিগতভাবে এক লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়ার কথা ঘোষণা করেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন