Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৩ আগস্ট, ২০২২

মহা ধুমধামে কালীপুজোর আয়োজন বনগাঁর বিজেপি কার্যালয়ে

 

Kali-Puja-organized-at-BJP-office

সমকালীন প্রতিবেদন : তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মাকালীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে রাজ্য জুড়ে দলীয় কার্যালয়গুলিতে কালীপুজোর আয়োজন করছে বিজেপি। শনিবার বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকেও এই পুজোর আয়োজন করা হল। এদিন উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী।


এদিন মহিলা ঢাকী সহযোগে শোভাযাত্রা করে মাকালীর মূর্তি জেলা কার্যালয়ে আনা হয়। রাজ্য সভানেত্রী ছাড়াও উপস্থিত ছিলেন দলের দুই বিধায়ক অশোক কীর্তনিয়া, স্বপন মজুমদার সহ দলের অন্যান্য নেতৃত্ব। এই পুজো সম্পর্কে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী বলেন, আগামী দিনের লড়াইয়ের শক্তি জোগাড় করতে এই পুজোর আয়োজন।


যদিও এই পুজো নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। দলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে। ওরা মানুষ থেকে বিচ্ছিন্ন। তাই এখন মানুষের নজর টানতে এইসব করছে। তৃণমূল সাংসদের মাকালীকে নিয়ে বিতর্কিত মন্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপির এই কালীপুজোর আয়োজন নিয়ে রাজ্য রাজনীতি এখন সরগরম।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন