Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

নিজেদের নামে একটি করে গাছ লাগালো পড়ুয়ারা

 ‌

Students-planted-trees

শম্পা গুপ্ত : ‌বৃক্ষরোপণ, তাও আবার একেকজন পড়ুয়ার নামে। অভিনব এই উদ্যোগ পুরুলিয়ার একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের। আর এমন উদ্যোগে আপ্লুত স্কুলের পড়ুয়ারাও। গাছ লাগানোর ব্যাপারে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার স্কুল চত্ত্বরে ১৫০ টির বেশি চারাগাছ লাগানো হয়। স্কুল পড়ুয়াদের পাশাপাশি এই কাজে হাত লাগান স্কুলের শিক্ষক–শিক্ষিকা, স্কুল পরিচালন কমিটির সদস্যরা। এক একজন পড়ুয়ার নামে তাদের হাতেই একেকটি গাছ লাগানো হয়।


এদিন কাজুবাদাম, মেহগনি, কৃষ্ণচূড়ার মতো বহু নামি দামি গাছও লাগানো হয়েছে স্কুল ক্যাম্পাসে। স্কুলের অধ্যক্ষ প্রসেনজিৎ রায় জানান, পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের একেকজনের নামে এক একটি গাছ লাগানো হয়েছে। এদিন তারা নিজে হাতে এই গাছ লাগায়।


এমন উদ্যোগের বিষয়ে স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, যাতে এই পড়ুয়ারা দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়তে পড়তে উপলব্ধি করতে পারে যে, তাদের লাগানো গাছ একটু একটু করে বড় হচ্ছে। টানা ১০ বছরের বেশি সময় ধরে একটা রুখা জমিকে আজ সবুজায়নে পরিণত করেছে স্কুলের ছেলেদের লাগানো ও পরিচালন সমিতি লাগানো গাছ। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন