Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

‌লোকালয়ে ঢুকে পরলো হরিণ

Deer-entered-the-place

শম্পা গুপ্ত : কুকুরের তাড়া খেয়ে লোকালয়ে ঢুকে পরলো একটি ছোট হরিণ। আর তাকে দেখতে ভিড় করলেন গ্রামবাসীরা। চোখের সামনে এমন পশুকে দেখতে পেয়ে আপ্লুত গ্রামবাসীরা। পরে ওই হরিণটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। 

বছর দেড়েক বয়সের পুরুষ হরিণটি শুক্রবার নিতুরিয়া ব্লকের গুনিয়াড়া অঞ্চলের আস্থা গ্রামে হঠাৎ ঢুকে পরে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কুকুরের তাড়া খেয়ে এদিন হরিণটি জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পরে। 

গ্রামের মধ্যে হঠাৎ করে হরিণটিকে ঘোরাঘুরি করতে দেখে অবাক হয়ে যান গ্রামবাসীরা। অন্য কোনও জন্তু যাতে হরিণটির ক্ষতি করতে না পারে, তারজন্য গ্রামবাসীরাই হরিণটিকে আগলে রাখেন।

এরপর খবর দেওয়া হয় নিতুরিয়া থানায় এবং বনদপ্তরে। খবরে পেয়ে পুলিশ এবং বনদপ্তরের কর্মীরা এলাকায় ছুটে আসেন। গ্রামবাসীরাই সুস্থ অবস্থায় হরিণটিকে বনদপ্তরের হাতে তুলে দেন।

রঘুনাথপুর বনদপ্তরের রেঞ্জার বিবেক ওঝা এব্যাপারে জানিয়েছেন, উদ্ধার হওয়া হরিণটি সুস্থ আছে। একদিন পর্যবেক্ষণ করে হরিণটিকে সাঁতুড়ির বড়ন্তির জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। হরিণটি কোন জঙ্গল থেকে লোকালয়ে চলে এল, সেব্যাপারে খোঁজ নিচ্ছে বনদপ্তর। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন