Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৪ জুলাই, ২০২২

‌৭ দিনের ‌মনসুন কালার ফেস্টিভাল

7-day-festival

সৌদীপ ভট্টাচার্য : ৭ দিনের ‌মনসুন কালার ফেস্টিভালের আজই শেষ দিন। বিভিন্ন শিল্পীর পেন্টিং, ভাস্কর্য এবং ফটোগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হয়। ২৮ জুন দক্ষিণ কলকাতার বিড়লা অ্যাকাদেমিতে ২৩ জন শিল্পীর পেইন্টিং, ফোটোগ্রাফ এবং স্কাল্পচার দিয়ে সাজানো এই প্রদর্শনীর আয়োজন করেছিল বেঙ্গল আর্ট ফ্যাক্টরি। 

প্রদর্শনীর উদ্বোধন করেন রজত পল। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। চন্দ্রচূড়া ভট্টাচার্য। ভিন্ন মাধ্যম এবং স্বাদের একশোটিরও বেশি পেইন্টিং বিষয় বৈচিত্রের দিক থেকেও নজর কাড়ে। মুম্বাই প্রবাসী স্বাগতা চৌধুরীর ছোট ফ্রেমের প্রায় চোদ্দটি পেইন্টিং ভারতীয় কলার ধারাকে বহনের স্বাক্ষর রাখে।

স্বাগতা চৌধুরী, কৌশিক ঘোষ, চিরঞ্জিত পাল, শম্ভুনাথ জানা, সৈকত ঘোষ, সুমিত সাহা, সমীর চন্দ, সমীর আচার্য, প্রতাপ মজুমদার, অদিতি দে, রাজিব পল, পিলি মুখার্জি, সৌমেন দত্ত, রূপম, কুমার সাহা, সুদেব বিশ্বাস, অদ্রিজা মৈত্র, অমিত ব্যানার্জি, অভিজিৎ চক্রবর্তী, নন্দিতা মৃধা, বিদিশা চক্রবর্তী, সনেহেন্দু পাল, সোমা ভৌমিক, সুজাতা প্রমুখের শিল্পসৃষ্টি এই প্রদর্শনীতে স্থান পায়। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন