সমকালীন প্রতিবেদন : মশারীর ভেতরে ছেলের পচা–গলা মৃতদেহ আগলে রেখেছিলেন বৃদ্ধা মা। প্রাথমিকভাবে প্রতিবেশীরা বিষয়টি জানতে না পারলেও, বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে খোঁজখবর নিতেই আসল ঘটনা জানাজানি হল। উত্তর ২৪ পরগনার হাবড়া থানা এলাকার ঘটনা।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, হাবড়া থানার জয়গাছি বেলতলা এলাকায় বছর ৬৫ বয়সের ছেলে সুনীল দত্ত এবং তাঁর বৃদ্ধা মা কমলা দত্ত একই বাড়ীতে দীর্ঘদিনের বসবাস। ওই বাড়ি থেকে দু'দিন ধরে হঠাৎ করে দুর্গন্ধ বের হতে শুরু হয়। মঙ্গলবার সন্ধেয় জানালার কাছে যেতেই আরও বেশি করে দুর্গন্ধ বের হতে থাকে।
এরপর জানালা দিয়ে টর্চের আলো ফেলতেই প্রতিবেশীরা দেখতে পান, ছেলে সুনীলের মৃতদেহ আগলে খাটের উপর মশারীর ভেতরে শুয়ে রয়েছেন মা কমলা দত্ত। স্থানীয় বাসিন্দারাই এরপর হাবড়া থানায় খবর দেন। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে হাবরা হাসপাতালে পাঠায়।
স্থানীয়দের অনুমান, ছেলের মৃত্যু হয়েছে, যেটি হয়তো বয়সের কারণে বুঝতেই পারছেন না কমলাদেবী। সেই কারণেই নিজের অজান্তে ছেলের মৃতদেহ আগলে বসে ছিলেন তিনি। ঘটনার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন