Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

শিশুর মৃত্যুতে বেসরকারি হাসপাতালে ভাঙচুর

 

Hospital-vandalism

সৌদীপ ভট্টাচার্য : চিকিৎসা না করে ফেলে রাখার ফলে মৃত্যু হয়েছে এক মাসের এক শিশুর। এই অভিযোগে বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালালো মৃত শিশুর পরিজনেরা। সোমবার‌ উত্তর ২৪ পরগনার বারাসত নবপল্লী এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গেছে, মঙ্গলবার এলাকার একটি বেসরকারি হাসপাতালে এক মাস বয়সের একটি অসুস্থ শিশুকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। শিশুর বাবার অভিযোগ, সেই সময় তাদের কাছে নগদ টাকা না থাকায় তারা টাকার ব্যবস্থা করতে যান। কিন্তু টাকা না দেওয়া পর্যন্ত শিশুর কোনও চিকিৎসাই করেন নি হাসপাতাল কর্তৃপক্ষ।

আর এর ফলে একপ্রকার বিনা চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়, এই অভিযোগ তুলে এদিন ওই হাসপাতালের ক্লিনিকের ভেতরে ঢুকে ভাঙচুর চালায় মৃত শিশুর পরিজনেরা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন