সমকালীন প্রতিবেদন : গত ১৫ বছর ধরে বনগাঁ অঙ্গন ওয়েলফেয়ার সোসাইটি অভাবী–মেধাবী পড়ুয়াদের সহযোগিতার কাজ চালিয়ে যাচ্ছে। এবছরও সেই উদ্যোগ গ্রহন করা হল। এবছর প্রথম পর্যায়ে ১৫ জন মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়ার হাতে পড়াশোনার সমাগ্রী তুলে দেওয়া হল।
শিক্ষাবিদ সুভাষ কুন্ডুর আদর্শকে পাথেয় করে ২০০৮ সাল থেকে বনগাঁর সেই সংস্থা দরিদ্র পরিবারের মেধাবী পড়ুয়াদের সহযোগিতা করার কাজ চালিয়ে যাচ্ছে। মূলত নবম থেকে দ্বাদশ শ্রেণীর এইধরনের পড়ুয়াদের সহযোগিতা করা হয়। ব্যতিক্রম হিসেবে কলেজ পড়ুয়ারাও সহযোগিতা পেয়েছে।
সংস্থার বর্তমান সভাপতি, শিক্ষক হরিনারায়ন সরকার জানান, এই সংস্থার মাধ্যমে সহযোগিতা পেয়ে অনেক পড়ুয়াই আজ জীবনে প্রতিষ্ঠা লাভ করেছেন। বিভিন্ন ক্ষেত্রে তাঁরা চাকরি করছেন। এটা সংস্থার জন্য বড় গর্বের। তাঁদের অনেকেই সংস্থার কাজে পাশে এসে দাঁড়াচ্ছেন।
২০০৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৭১৫ জন অভাবী–মেধাবী পড়ুয়ার এই সংস্থার সহযোগিতা পেয়েছে। আর এবছর প্রথম পর্যায়ে একাদশের ১১ জন এবং দ্বাদশের ৪ জন পড়ুয়া সহযোগিতা পেয়েছে। আরও কেউ আবেদন করলে পরিস্থিতি অনুযায়ী সহযোগিতা করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন