শম্পা গুপ্ত : কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় ৭ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। পরিবারিক বিবাদের কারণেই এই খুন বলে চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই। জেলা পুলিশের তদন্তেও পরিবারিক বিবাদকে দায়ি করা হয়েছিল। ১৩ জুন পুরুলিয়া জেলা আদালতে এই খুনের মামলার ৪৭ পাতার প্রথম চার্জশিট জমা করে সিবিআই।
উল্লেখ্য, ১৩ মার্চ পুরুলিয়ার ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু দুষ্কৃতীদের গুলিতে খুন হন। এই খুনের ঘটনার তদন্তের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সিট গঠন করা হয়। তারা ৫ জনকে গ্রেপ্তার করে। সিটের পেশ করা চার্জশিটে খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া ৫ জন অভিযুক্তকেই খুন এবং ষড়যন্ত্রের ঘটনায় জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছিল।
এরপর আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব নেয় সিবিআই। তাদের পেশ করা চার্জশিটেও ধৃত ৫ জনকে এই খুনের খটনায় যুক্ত থাকার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, এই খুনের ঘটনায় ৭ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করা হয়েছে। যদিও পর্যন্ত খুনের ঘটনায় জড়িত ২ ভাড়াটে খুনিকে এখনও গ্রেপ্তার করতে পারেনি সিবিআই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন