Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৩১ মে, ২০২২

নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরির অভিযোগ

 

Made-with-inferior-materials

সমকালীন প্রতিবেদন : রাস্তার কাজ শেষ হয়েছে মাত্র ১৫ দিন আগে। তারমধ্যেই বসে গেছে রাস্তা। আর সেতুর কাজ শেষ হয়েছে ৩ মাস আগে। তারমধ্যেই ফাটল ধরেছে সেতুতে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা এবং সেতু নির্মান করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এমনই অভিযোগ তুলে নতুন করে রাস্তা এবং সেতু সংস্কারের কাজ করার দাবিতে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা।

জানা গেছে, উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পাল্লা গ্রাম পঞ্চায়েতের তালখোলা এলাকায় চৈতি নদীর উপরে জেলা পরিষদের উদ্যোগে পাকা সেতু এবং রাস্তা তৈরির কাজ শুরু হয় বছর দুয়েক আগে। ৩ মাস আগে সেতু আর ১৫ দিন আগে রাস্তা তৈরির কাজ শেষ হয়। আর তারইমধ্যে বেহাল হয়ে পরেছে সেতু এবং রাস্তা। এমনই অভিযোগ গ্রামবাসীদের। 

তারই প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে নামলেন গ্রামবাসীরা। কাটমানির অভিযোগও তুলেছেন গ্রামবাসীরা। এব্যাপারে স্থানীয় পঞ্চায়েত প্রধান নিশীথ বালা জানিয়েছেন, তাঁকে এব্যাপারে কিছু জানানো হয় নি। তবে তিনি বিষয়টি খোঁজ নেবার আশ্বাস দিয়েছেন।











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন