সমকালীন প্রতিবেদন : দুটি পৃথক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই ব্যক্তির। একটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া শিমুলিয়া পাড়ায়। অন্যটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বাগদা থানার হেলেঞ্চা হাটে। বাগদার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ধানের বয়লারে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে পান্নালাল দে (৪৮) নামে এক শ্রমিকের। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া শিমুলিয়া পাড়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিন সকালেও পান্নালাল শিমুলিয়া পাড়ার শিশির দাসের ধান কলে কাজ করতে গিয়েছিলেন। বাড়ি থেকে কাজে বের হবার ঘণ্টা দু'য়েক পরে পরিবারের সদস্যদের কাছে খবর আসে, পান্নালাল বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌছে অন্য কর্মীদের সহযোগিতায় পান্নালালকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে ওই চিকিৎসক তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বাগদা থানার হেলেঞ্চা হাটে অসিত প্রামাণিক নামে এক কাঁচামাল বিক্রেতার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। রবিবার সন্ধেয় দোকানের সামনে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লেগে যায় অসিতের। সেখানেই লুটিয়ে পড়েন অসিত।
এরপর তাঁকে স্থানীয়রা বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মন্ডল নামে একজনকে গ্রেপ্তার করেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন