সম্বর্ধনা
মানভূম লোকগান শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে রবিবার পুরুলিয়া শহরের হরিপদ সাহিত্য মন্দিরে সম্বর্ধনা এবং গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হলো। সাংগঠনিক সম্পাদক অনিমেষ দাস স্বাগত ভাষণ দিতে গিয়ে বলেন, 'আমরা এ বছর থেকেই বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্বর্ধনা অনুষ্ঠানে আয়োজন করেছি। এই বছর লোক গবেষক বিভাগে শ্রদ্ধেয় সৃষ্টিধর মাহাতো, লোক কবি ও সাহিত্যিক বিভাগে শুধু সুনীল মাহাতো ও লোকশিল্পী বিভাগে শিশুপাল সহিস সম্বর্ধনা তুলে দেওয়া হল।' এদিন সংগঠনের বার্ষিক পত্রিকা ডাহুকের উদ্বোধন হয়। অনুষ্ঠানে জেলার কবি, শিল্পী, সাহিত্যিকদের পাশাপাশি বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সংস্থার সভাপতি রমানাথ দাস বক্তব্য রাখতে গিয়ে আগামী দিনের পরিকল্পনা সহ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। এই মঞ্চে চৈতন্য কুমার মাহাতোর ঝুমুর প্রসঙ্গ বইটির উদ্বোধন করা হয়।
রক্তদান
রবিবার বনগাঁর কালুপুরের উনাই নেতাজি সেবা প্রতিষ্ঠান তাদের ৪০ তম রক্তদান শিবিরের আয়োজন করে। এই শিবিরে ৯১ জন মহিলা এবং ১৬৯ জন পুরুষ মিলে মোট ২৬০ জন রক্ত দান করেন। এবারের শিবিরে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা ছিল। শিবিরে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ১২১ বার রক্ত দান করা ব্যক্তিত্ব রনজিত কুমার মন্ডল। শিবিরকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগে। প্রসঙ্গত, উনাই নেতাজি সেবা প্রতিষ্ঠান সারা বছর ধরে বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন