Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২৮ মার্চ, ২০২২

মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মঘাতী দিনমজুর

 ‌

Suicidal-day-laborer-due-to-exhaustion

সৌদীপ ভট্টাচার্য : লকডাউনে কাজ হারিয়েছিলেন। ‌শেষপর্যন্ত মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মঘাতী হলেন এক দিনমজুর। পুলিশ জানিয়েছে, তাঁর নাম ভজহরি গোলদার(৫০)। বাড়ি উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থানার সোহাই শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের মাঝেরপাড়া এলাকায়।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘ দু'বছর লকডাউন থাকায় একপ্রকার ঘরে বসেই দিন কাটে তাঁর। আর তাতে মনমরা হয়ে থাকতেন তিনি। কারোর সঙ্গে ঠিকভাবে কথা বলতেন না। কাজ করতে না পারায় স্ত্রী-পুত্র নিয়ে কিভাবে সংসার চালাবেন, সেই চিন্তায় মানসিক অবসাদগ্রস্ত হয়ে পরেন তিনি। অন্যের কাছ থেকে সেভাবে সহযোগিতাও পান নি তিনি। 

দুমুঠো খাবারের জোগান পেতে স্ত্রী অন্যের বাড়িতে কাজ নেন। অবশেষে মানসিক অবসাদগ্রস্ত হয়ে বাড়ির পাশের একটি আমবাগানে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ভজহরি গোলদার। সোমবার সকালে প্রতিবেশীরা বাগানের মধ্যে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন