Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৫ মার্চ, ২০২২

মাওবাদী পোষ্টার : ‌ধৃত ১৪

 

Maoist-posters-14-quoted

শম্পা গুপ্ত : ‌মাওবাদীদের নামে পোষ্টার লাগানোর ঘটনার তদন্তে নেমে পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করল। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের শনিবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।  



উল্লেখ্য, ১৩ দফা দাবির সমর্থনে মাওবাদীদের নামে শুক্রবার পুরুলিয়া জেলার আড়ষা থানার চাটুহাসা, মুদালি, সিন্দুরপুর এলাকা থেকে বেশ কিছু পোষ্টার উদ্ধার করে পুলিশ। সেখানে সাদা কাগজে লাল কালিতে ছাপা অক্ষরে লেখা দাবিগুতে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে হুমকির সুরে দাবি পেশ করা হয়েছে।


সেখানে যেসব দাবি তোলা হয়েছে, সেগুলি পুরণ না হলে আগামীদিনে জঙ্গলমহলে ফের মাওবাদী আন্দোলন জোরদার হবে বলেও প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ শুক্রবার রাতে আড়ষা থানা এলাকা থেকে মোট ১৪ জনকে গ্রেপ্তার করে শনিবার পুরুলিয়া জেলা আদাতলে পাঠায়। বিচারক তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন