Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৩০ মার্চ, ২০২২

ফ্যাক্টরির কর্মী আবাসনে অগ্নিদগ্ধ গৃহবধূ

 ‌

Housewife-burnt-in-factory-worker-accommodation

সৌদীপ ভট্টাচার্য : ‌উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর মহকুমার ইছাপুর রাইফেল ফ্যাক্টরির কর্মী আবাসনে অগ্নিদগ্ধ হলেন এক গৃহবধূ। তাঁকে রক্ষা করতে এসে আহত হলেন বধূর স্বামীও। তাঁদেরকে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

জানা গেছে, এদিন ইছাপুর রাইফেল ফ্যাক্টরির ভেতরে সার্ভেন্ট কোয়ার্টারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আবাসনের বাসিন্দা তৃষা দাস অগ্নিদ্বগ্ধ হন। তাঁকে রক্ষা করতে এলে তাঁর স্বামীও অগ্নিদ্বগ্ধ হন। যদিও তুলনায় স্বামীর আঘাত কম।

দুজনকেই প্রথমে ফ্যাক্টরির নিজস্ব হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু অগ্নিকান্ডে গৃহবধূর শরীরের ৭৫ শতাংশ ক্ষতিগ্রস্থ হওয়ায় তাঁকে চিকিৎসকেরা সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন বলে ফ্যাক্টরির হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক প্রদীর কর্মকার জানান।



 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন