সৌদীপ ভট্টাচার্য : বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনা ঘটলো উত্তর ২৪ পরগনার জগদ্দল মেঘনা জুট মিলে। মঙ্গলবার সকালে এই মিলের ব্যাচিং ডিপার্টমেন্টে এই আগুন লাগার ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডে বহু টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, এদিন সকাল ১০ টা নাগাদ আগুন লাগার ঘটনা টের পান মিলের শ্রমিকেরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকলের তিনটি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন দমকল কর্মীরা।
মিলের চিফ ইঞ্জিনিয়ার জানান, এদিন সকাল ৯ টা ৫৫ মিনিটে মিলের ব্যাচিং ডিপার্টমেন্টে আগুন লাগে। ৯ টা ৫৮ মিনিটে দমকলকে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কতটা জিনিস এবং যন্ত্রের ক্ষতি হয়েছে, তা দেখা হচ্ছে। তবে প্রাথমিক ধারণা, ক্ষতির পরিমান যথেষ্ট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন